চর্যাপদের প্রথম পদটির চারটি পংক্তি লেখ
চর্যাপদের প্রথম পদটির চারটি পংক্তি লেখ
![]() |
চর্যাপদের প্রথম পদটির চারটি পংক্তি লেখ |
উত্তর : মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ খ্রিষ্টাব্দে তৃতীয়বার নেপালে গিয়ে সেখানকার রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে চর্যাপদ প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। চর্যাপদে ২৪ জন পদকর্তার মোট ৫১টি পদ ছিল।
এর মধ্যে লুইপা ছিলেন সবচেয়ে প্রাচীন পদকর্তা। লুইপা দুইটি পদ বা গান রচনা করেছিলেন। তিনিই প্রথম পদটি রচনা করেন । পদটির নাম- রাগ পটমঞ্জরী ।
প্রথম চর্যাপদ থেকে চারটি পংক্তি :
“কা আ তরুবর পাঞ্চ বি ডাল ।
চঞ্চল চীএ পইঠা কাল ॥
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ ।
লুই ভণই গুরু পূছিঅ জাণ ॥”
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ'- এর গানগুলো হেঁয়ালি ধরনের সাংকেতিক ভাষায় লেখা। এ প্রহেলিকাময় পদগুলো প্রতীক ও রূপকাশ্রিত। আর এগুলোই বাংলা সাহিত্যের অমূল্য সাহিত্যের অন্যমত সম্পদ।