চর্যাপদে কোন কবি কোন কোন পদ লিখেছেন ? সংক্ষেপে লিখ

চর্যাপদে কোন কবি কোন কোন পদ লিখেছেন? সংক্ষেপে লিখ

অথবা, চর্যাপদের কবিদের পদসংখ্যা তুলে ধর ৷

চর্যাপদে কোন কবি কোন কোন পদ লিখেছেন সংক্ষেপে লিখ
চর্যাপদে কোন কবি কোন কোন পদ লিখেছেন? সংক্ষেপে লিখ

উত্তর : চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এর পদ এবং কবির সংখ্যা নিয়ে পণ্ডিত মহলে মতভেদ থাকলেও ড. মুহম্মদ শহীদুল্লাহ তাঁর সম্পাদিত (১৯৬৬) গ্রন্থে চর্যাপদের যে কয়েকজন পদকর্তার পরিচয় পাওয়া যায় নিম্নে তাদের নাম এবং পদসংখ্যা তুলে ধরা হলো :

১. আর্যদেব পা পদ নং ৩১ ।

২. ভাদেপা পদ নং ৩৫।

৩. কাহ্নপা পদ নং ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪ পাওয়া যায়নি ৩৬, ৪০, ৪৫।

৪. লুইপা পদ নং ১, ২৯।

৫. ভুসুকুপা পদ নং ৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩, ৪৯।

৬. চাটিল্লপা পদ নয় – ৫ ৷

৭. দারিকপা পদ নং ৩৪ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ