কলাবতী রাজকন্যা'র রানি ও রাজপুত্রের নাম লেখ

কলাবতী রাজকন্যা'র রানি ও রাজপুত্রের নাম লেখ 

আরও পড়ুনঃ
কলাবতী রাজকন্যা'র রানি ও রাজপুত্রের নাম লেখ
কলাবতী রাজকন্যা'র রানি ও রাজপুত্রের নাম লেখ 

উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত 'ঠাকুরমার ঝুলি' গ্রন্থের অন্তর্গত 'কলাবতী রাজকন্যা' গল্পে রাজার সাত রানি এবং সাত রাজপুত্র ছিল। পরবর্তী সময়ে তাদের গর্ভের রাজকুমারদের জন্ম হয়।

আরও পড়ুনঃ

রানিদের নাম : বড় রানি, মেজ রানি, সেজ রানি, ন-রানি, কনে রানি, দুয়ো রানি এবং ছোটো রানি।

রাজপুত্রদের নাম : হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মোতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র এবং কাঞ্চন রাজপুত্র। ন-রানির গর্ভজাত রাজপুত্র পেঁচার নাম ভূতুম এবং ছোট রানির গর্ভজাত পুত্র বানরের নাম হলো বুদ্ধ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url