ছড়ার বৈশিষ্ট্য গুলো কি কি

ছড়ার বৈশিষ্ট্য গুলো কি কি

ছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে কী জান
ছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে কী জান

উত্তর : ছড়ার বৈশিষ্ট্যসমূহ :

ক. ছড়া মূলত আবেগ অনুভূতিজাত বুদ্ধিপ্রসূত নয়।

খ. ছড়া চর্চায় সব বয়সের নরনারী অংশগ্রহণ করে।

গ. ছড়ায় বিষয় বৈচিত্র্য আছে লঘুগুরু সব ধরনের বিষয় এবং হাস্য বন্ধ করুণ, শান্তি, নানা ধরনের রস নিয়ে 

ঘ. ছড়ার নিজস্ব ছন্দ আছে যা ছড়ার ছন্দ বা স্বরবৃত্ত ছন্দ নামে পরিচিত।

৫. ছড়ার আবৃত্তি সুখকর।

চ. ছড়ার ভাষা ও প্রকাশভঙ্গি সহজ সরল প্রত্যক্ষ।

ছ. ছড়া চিত্র বলে ও ধ্বনি স্পন্দিত বলে মস্তিষ্কে ধরে রাখা সহজ হয়।

জ. ছড়া চিত্ত বিনোদনের নির্মল মাধ্যম – কোন কোন ছড়ায় গ্রাম্যতা থাকলেও অশ্লীলতা নেই।

ঝ. ছড়ার মধ্যে ‘চিরত্ব’ আছে। 

ঞ. ছড়ার ভাষার মধ্যে সামান্য হেঁয়ালি থাকতে পারে- তবে তা দুর্বোধ্য নয়।

পৃথিবীর সর্ব দেশে সব সমাজে ছড়া আছে। এই সর্বজনীনতা ও সর্বকালীনতার গুণে ছড়া পুরাতন হয়েও চিরনতুন- এসব বৈশিষ্ট্যের কারণে ছড়া লোকসাহিত্যের একটি জনপ্রিয় শাখায় পরিণত হয়েছে। ছড়া আন্তর্জাতিক জীবন্ত শিল্প ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ