ব্রাহ্মণ কীভাবে রাজার দুই পুত্র এবং কন্যাকে পেল

ব্রাহ্মণ কীভাবে রাজার দুই পুত্র এবং কন্যাকে পেল

ব্রাহ্মণ কীভাবে রাজার দুই পুত্র এবং কন্যাকে পেল
ব্রাহ্মণ কীভাবে রাজার দুই পুত্র এবং কন্যাকে পেল

উত্তর": দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত অন্যতম গল্প 'ব্রাহ্মণ ও ব্রাহ্মণী'। গল্প থেকে জানা যায় নামহীন এক রাজা মৃগয়ার গিয়ে রাতে প্রজার সুখ দুঃখের খোঁজ নেওয়ার সন্ধানে বের হন- সন্ধান নিতে গিয়ে জানতে পারেন গৃহস্থের তিন কন্যার বড় কন্যা রাজবাড়ির ঘেসেড়ার সাথে, মেজো রোন রাধুনের সাথে এবং ছোট বোন রাজার সাথে বিয়ে বসতে চায়। 

রাজা তাদের ইচ্ছে পূরণ করলেন। ছোট বোনের তথা রানীর সন্তান হবে রানীর ইচ্ছে মতোই বড় ও মেজোকে আঁতুড়ে সাহায্যের জন্য আনা হলো। দু'বোন রানী বোনকে দেখে হিংসায় জ্বলে যায়। দু'জন পরামর্শ সেরে নেয়। 

রানীর চাঁদের মতো ছেলে হলে মাটির ভাঁড়ে মুখে নুন তুলা দিয়ে নদীর জলে ভাসিয়ে দেয়। রাজাকে জানায় কুকুর ছানা হয়েছে। রাজাকে বলে বিড়াল ছানা হয়েছে। পরের বছর মেয়ে হয় মেয়েকেও একইভাবে ভাসিয়ে দিয়ে রাজাকে জানায় কাঠের পুতুল হয়েছে। 

আদতেও এগুলো ছিল মিথ্যাচারে ভরপুর। এক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নানে গিয়ে স্নান সমাপ্ত করে জলে দাঁড়িয়ে জপ আহ্নিক করার সময় দেখেন এক মাটির ভাঁড় ভেসে আসছে। ব্রাহ্মণ লক্ষ করে শোনেন যে ভাঁড় থেকে শিশুর কান্না ভেসে আসছে। 

ভাঁড় ধরে দেখে তার মধ্যে এক দেখে শিশু। ব্রাহ্মণ তাড়াতাড়ি শিশুর মুখের নুন তুলা সরিয়ে শিশুপুত্রকে নিজ বাড়ি নিয়ে যায়। এর এক বছর পর একইভাবে আরেক পুত্র পায়। এবং তারও এক বছর পর একইভাবে পেয়ে যায় একটি দেব কন্যাকে। এভাবে ব্রাহ্মণ রাজার দুই পুত্র ও এক কন্যাকে পান।প্রশ্নঃ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ