বৈষ্ণব কবিতা ও আধুনিক কবিতার মধ্যে পার্থক্য লেখ

বৈষ্ণব কবিতা ও আধুনিক কবিতার মধ্যে পার্থক্য লেখ

বৈষ্ণব কবিতা ও আধুনিক কবিতার মধ্যে পার্থক্য লেখ
বৈষ্ণব কবিতা ও আধুনিক কবিতার মধ্যে পার্থক্য লেখ

অথবা, মধ্যযুগীয় গীতিকবিতা এবং আধুনিক গীতিকবিতার পার্থক্য আলোচনা কর ।

উত্তর : কবি হৃদয়ের একান্ত ব্যক্তিগত ভাবাবেগের প্রকাশ হলো গীতিকবিতা। কবির একান্ত ব্যক্তিগত অনুভূতি গীতিকবিতার বিষয়। প্রাচীন ও প্রাগানুধিক বাংলা গীতিকাব্যের ধারায় উল্লেখযোগ্য চর্যাপদ, বৈষ্ণব পদাবলি, বাউল পদাবলি ও শাক্ত পদাবলি। 

আধুনিক কবিতায় ব্যক্তি মানুষের ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত অভিজ্ঞতা কামনা বাসনা, আনন্দ বেদনা, ভাবনাচিন্তা ব্যঞ্জনারসে সুধমামণ্ডিত হয়ে প্রকাশ পায়। তাই মধ্যযুগীয় গীতিকবিতার সাথে আধুনিক কবিতার বেশ কিছু পার্থক্য চোখে পড়ে।

বৈষ্ণব কবিতা ও আধুনিক গীতিকবিতার পার্থক্য :

ক. বৈষ্ণব কবিতায় গোষ্ঠীগত বা সম্প্রদায়গত ধর্মচেতনা প্রধান। আধুনিক গীতিকবিতায় কবির একক অনুভবের প্রকাশ প্রধান। তবে কবি ও পাঠকের নিবিড় একাত্মতা আধুনিক গীতিকবিতার বিশেষ বৈশিষ্ট্য।

খ. বৈষ্ণব কবিতায় গান মুখ্য, আধুনিক গীতিকবিতা সংগীত প্ৰধান নয় ।

গ. বৈষ্ণব কবিতায় জীবাত্মা-পরমাত্মর দর্শনকে মানব মনে সঞ্চার করা হয়। আধুনিক গীতিকবিতা ব্যক্তিগত হয়েও সর্বজনীন। আধুনিক গীতিকবিতা মনুায়তা সত্ত্বেও বিশ্ব চেতনাকে ধারণ করতে পারে।

ঘ. বৈষ্ণব কবিতা মূলত সাধন সংগীত। আধুনিক গীতিকবিতার বিষয় কেবল সাধনতত্ত্ব বা সাংকেতিক নয়। 

৫. বৈষ্ণব কবিতার বিষয় প্রেম, ভক্তি ও বাৎসল্য । আধুনিক গীতিকবিতায় প্রেম ছাড়াও দ্বিধা-সংশয়- বিভিন্ন বিষয়ের এক জটিল ভাগ্রন্থি।

চ. বৈষ্ণব কবিতায় ব্যক্তি অনুভূতি পরোক্ষ, কিন্তু আধুনিক গীতিকবির ব্যক্তি অনুভূতি প্রত্যক্ষ। অবশ্য বৈষ্ণব কাব্যের প্রেম নিবেদনের সুরটি রবীন্দ্রনাথের কবিতায় প্রতিধ্বনিত হতে দেখা যায় ।

ছ. বৈষ্ণব কবিদের গোষ্ঠীগত ধর্মচেতনা মানব রসকে ধর্মরসে সিক্ত করেছে কিন্তু আধুনিক কবিদের আত্মচেতনা মানবরসে সিক্ত হয়ে উঠেছে।

জ. বৈষ্ণব পদকর্তাগণ কোনো না কোনো দেবদেবীর উপাসক বা ভক্ত ছিলেন; পক্ষান্তরে আধুনিক কবিরা ব্যক্তি উপলব্ধিকেই বড়ো করে তোলেন।

ঝ. বৈষ্ণব কবিতা শুধু ধর্মীয় ভাবকেই ধারণ করে কিন্তু আধুনিক গীতিকবিতা ভাবের বৈচিত্র্যকে ধারণ করে।

Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ