বচন বলতে কি বুঝায় উদাহরণসহ লেখ
বচন বলতে কি বুঝায় উদাহরণসহ লেখ
বচন বলতে কী বুঝ উদাহরণসহ লেখ |
উত্তর : বচন বাংলার লোকসাহিত্যের আরেকটি প্রাচীনতম শাখা। বচনেও মানুষের অভিজ্ঞতা সঞ্চিত থাকে তবে তা কৃষক ও গৃহকার্যের সম্পর্ক নিয়ে রচিত। বচনের রচয়িতা নিয়ে লোকসাহিত্যবিদদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
কথিত আছে বিদুষী মহিলা খনা সর্বপ্রথম বচন এর ধারণা দেন। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, 'চন্দ্রিকা' নামে কোন এক তান্ত্রিক পুরুষ বা নারী প্রথম সংসারের বিচিত্র পর্যবেক্ষণ করে বচন রচনা করেন।
বচনের উদাহরণ :
ক. অমাবস্যা পূর্ণিমায় সে ধরে হালতার মুখে রয় চিরকাল।
খ. খোল চাষে মুলাতার অর্ধেক তুলাতার অর্ধেক ধানবিনা চাষে পান ।
গ. যদি বর্ষে মাঘের শেষ,ধন্যি রাজার পূর্ণ দেশ।লোকসাহিত্যের অন্য যে কোনো উপাদানের মতো এ বচনগুলোতে লোক জীবনের নানা দিকের পরিচায়ক “সমাজগত' ও 'সমষ্টিগত' নানা সংস্কার বোধ ও বিশ্বাসই এর ভিত্তিমূলে পতিত।