বুদ্ধ কে ছিলেন তার পরিচয় দাও
বুদ্ধ কে ছিল? তার পরিচয় দাও
বুদ্ধ কে ছিল তার পরিচয় দাও |
উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পাদিত “ঠাকুরমার ঝুলি” গ্রন্থের অন্তর্গত 'কলাবতী রাজকন্যা' গল্পে রাজার সন্তান হচ্ছে বুজু। বুদ্ধ ছোটরানির গর্ভে জন্মগ্রহণ করে। বুদ্ধ বানর রূপে ছোটরানির গর্ভে জন্মগ্রহণ করে।
ছোটরানির গর্ভে বানর হবার কারণে রাজা তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। পরবর্তীতে ছোটরানি ঘুটে কুড়ানী দাসি হয়ে জীবনযাপন করে। বুদ্ধ তার মায়ের কাজে বিভিন্নভাবে সাহায্য করে। একদিন রাজার পাঁচ রানির পাঁচ ছেলে কলাবতী রাজকন্যার দেশে গেলে বুদ্ধ ও ভূতুম তাদের পিছে পিছে যায়।
জার পাঁচ রাজকুমারকে বিভিন্ন বিপদের হাত থেকে বুদ্ধ রক্ষা করে। একসময় বুদ্ধ সকল বাধা অতিক্রম করে কলাবতী রাজকন্যার কাছে যায়। কলাবতী রাজকন্যা তার কথা অনুসারে বুদ্ধ গলায় মালা পরিয়ে দেয়।
পরবর্তীতে রাজা ছোটরানিকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনে এবং বুদ্ধকে কলাবতী রাজকন্যার সাথে বিবাহ দেয়। পরে দেখা যায় বুদ্ধ আসলে বানর ছিল না, সে বানরের ছাল পরে থাকত। বুদ্ধ মানুষ হলে তার নাম রাখা হয় রূপকুমার।