বচনের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী

বচনের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী

বচনের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী
বচনের সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী

উত্তর : বচন বাংলার লোকসাহিত্যের আরেকটি প্রাচীনতম শাখা। বচনেও মানুষের অভিজ্ঞতা সঞ্চিত থাকে তবে তা কৃষক ও গৃহকার্যের সম্পর্ক নিয়ে রচিত। 

বচনের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ :

ক. বচনে জাতির দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা প্রকাশিত হয়।

খ. এতে জীবনের বহির্মুখী রূপই প্রকাশ পায় অন্তর্মুখী কোনো পরিচয় প্রকাশ পায় না ।

গ. এটি সাধারণত গদ্যে বা অন্তমিলযুক্ত ছন্দোবদ্ধ পদ্যে রচিত হয়।

ঘ. বচন মূলত সমাজ, সংস্কৃতি, শিক্ষা, জ্ঞান, নীতি, উপদেশমূলক।

৪. বচন মূলত বাচ্যার্থনির্ভর। এতে রূপক, প্রতীক সংকেত এবং চিত্রকল্পের স্থান নেই।

বচনের উপদেশ প্রত্যক্ষ এবং বচন অনেক বেশি সুসংগঠিত, বচনগুলোর বেশির ভাগ ডাক ও খনারনামে প্রচলিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ