বিলেতে নবাগত বঙ্গযুবকের প্রথম ডিনার নিমন্ত্রণের অভিজ্ঞতা তুলে ধর
বিলেতে নবাগত বঙ্গযুবকের প্রথম ডিনার নিমন্ত্রণের অভিজ্ঞতা তুলে ধর।
বিলেতে নবাগত বঙ্গযুবকের প্রথম ডিনার নিমন্ত্রণের অভিজ্ঞতা তুলে ধর। |
উত্তর : বাঙালি অভ্যাগত ডিনার টেবিলে তাঁর পার্শ্বস্থ মহিলাটির কানে কানে মিষ্টি মিষ্টি টুকরা টুকরা দুই একটি কথা মৃদু ধীর স্বরে বলতে পারেন, আর সে মহিলার সহবাসে তিনি যে স্বর্গ সুখ উপভোগ করছেন, তা তাঁর মাথার চুল থেকে বুট জুতোর আগা পর্যন্ত প্রকাশ হতে থাকে।
সুতরাং মেয়ে সমাজে বাঙালিরা উপযুক্ত সম্মান দিতে কার্পণ্য করেন না । তাই ইংরেজ সমাজে পসার করে নিতে পারেন খুব সহজেই। দেশের ঘোমটাচ্ছন্ন মুখচন্দ্র শোভী অনালোকিত অন্তঃপুর থেকে এখানকার রূপের মুক্ত জ্যোৎস্নায় এসে আমাদের মন-চকোর প্রাণ খুলে গান গেয়ে উঠে! একদিন আমাদের নবাগত বঙ্গযুবক তাঁর প্রথম ডিনার নিমন্ত্রণে যান। নিমন্ত্রণসভায় বিদেশির অত্যন্ত সমাদর।
তিনি গৃহস্বামীর যুবতী কন্যা মিস অমুকের বাহু গ্রহণ করে আহারের টেবিলে গিয়ে বসতে পারেন। আমাদের দেশের স্ত্রীলোকদের সঙ্গে মুক্তভাবে মিশতে পারা যায় না। তার পরে নতুন নতুন এসে এখানকার স্ত্রীলোকদের ভাবও ঠিক বুঝতে পারা যায় না।
কোন সামাজিকতার অনুরোধে তারা আমাদের মনোরঞ্জন করবার জন্য যে সকল কথাবার্তা হাস্যালাপ করে, আমরা তার ঠিক মর্মগ্রহণ করতে পারি না। আমরা হঠাৎ মনে করি। আমাদের উপরেই এ মহিলাটির বিশেষ অনুকূল দৃষ্টি। আমাদের বঙ্গযুবকটি মিসকে ভারতবর্ষ সংক্রান্ত অনেক কথা জানান। বলেন তাঁর বিলেত অত্যন্ত ভালো লাগে, ভারতবর্ষে ফিরে যেতে ইচ্ছে করে না, ভারতবর্ষে অনেক প্রকার কুসংস্কার আছে।
শেষকালে দুই একটি সাজানো কথাও বললেন। যথা : তিনি সুন্দরবনে বাঘ শিকার করতে গিয়ে একবার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। মিসটি অতি সহজে বুঝতে পারেন যে, এ যুবকের তাঁকে অত্যন্ত ভালো লেগেছে। তিনি যথেষ্ট সন্তুষ্ট হন ও তাঁর মিষ্টতম বাক্যবাণ যুবকের প্রাণে হানতে থাকেন ।