৫৬০টি সবচেয়ে কঠিন ধাঁধা উত্তর সহ ছবি ও দুষ্টু মিষ্টি বুদ্ধির রোমান্টিক ধাঁধা
আসসালামু আলাইকুম প্রিয় বাড্ডীরা। আমাদের আজকের বিষয় হলো হাসির ধাঁধা উত্তর সহ । অনেকে আমাকে অনুরোধ করেছেন কঠিন ধাঁধা উত্তর সহ দেওয়ার জন্য। তাই অনেক ভাবা চিন্তা করে আজকে আপনাদের মাঝে রোমান্টিক ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড করে নিতে পারবেন।
আমরা অনেকে আছি যারা ফেসবুক, টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বিভিন্ন বিনোদন মুলক ভিডিও দেখে থাকি। এসব বিনোদন মুলক ভিডিও গুলোড় মধ্যে ধাঁধা বিষয়ক ভিডিও গুলো আমরা বেশী দেখে থাকি। এসব ধাঁধা বিষয়ক ভিডিও গুলো আমাদের মাথার ভিতর চিন্তার ভিতরে ফেলায়। সেজন্য আমরা বুদ্ধির ধাঁধা উত্তর সহ আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করেছি।
মাঝে মাঝে ভিডিও গুলোতে অংকের ধাঁধা ধরে মানুষকে বিব্রত কর পরিস্থিতিতে ফেলায়। অংকের ধাঁধা গুলো যখন আমাদের ধরে থাকে তখন উত্তর না দিতে পারলে খুব লজ্জা লাগে সেজন্যও আমরা আপনাদের মাঝে অংকের ধাঁধা উত্তর সহ তুলে ধরার চেস্টা করেছি।
গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন কোথাও ঘুরতে যায় তখন একে অপরকে রোমান্টিক ধাঁধা গুলো ধরে থাকে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যেনো সম্মান হানি না হয় সে জন্য আমরা রোমান্টিক ধাঁধা উত্তর সহ দেওয়ার সামান্য চেস্টা করেছি।
পৃথিবীর সবচেয়ে কঠিন ধাঁধা উত্তর সহ - রোমান্টিক ধাঁধা উত্তর সহ ছবি |
বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানে বর বাড়ির লোকজন আর কনে বাড়ির লোকজন একে অপরকে ধাঁধা ধরা ধরি করে থাকে। বিয়ে বাড়িতে যেসব ধাঁধাঁ গুলো ধরে থাকে সেসব ধাধা গুলো মূলত আমরা দেওয়ার চেস্টা করেছি । আমরা নিম্নে বিয়ের ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড করে নিতে পারবেন সেভাবে দেওয়ার ট্রাই করেছি।
আমাদের দেশে অনেক পন্ডিত আছে যারা চিন্তার ধাঁধা উত্তর সহ খুজে থাকে। তাদেরকেও আমরা নিরাশ কুরিনি। তাদের জন্যও আমরা চিন্তার ধাঁধা উত্তর সহ পিকচার ডাউনলোড করার ব্যবস্থা করে দিয়েছি।
শালী ও দুলাভাই যখন আড্ডা দেয় তখন তারা একে অপরজনকে দুষ্টু মিষ্টি ধাঁধা বলাবলি করে থাকি। আর এসব শালী দুলাভাইয়ের জন্য আমরা দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ দিয়েছি। আপনারা ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড করে নিতে পারবেন।
সুচিপত্রঃ কঠিন ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড | 1000 টি মজার ধাঁধা ও উত্তর | Bangla Dhadha With Answer
ধাঁধা কী?
যে প্রশ্ন আমাদের ভাবনায় ফেলে দেয় কিন্তু তার উত্তর আনন্দের খোরাক জোগায়, তা-ই ধাঁধা ।
মজার ধাঁধা কী?
সেটি বুঝতে হলে এই ধাঁধার আরটিকেল টি পড়তে হবে ।
সবচেয়ে কঠিন ধাঁধা উত্তর সহ সহ ছবি ডাউনলোড | kothin dhadha bangla
০১। কী টানলে ছোট হয়?
উত্তরঃ সিগারেট ।
০২। কোন জিনিস কাটলে বাড়ে?
উত্তরঃ পুকুর ।
০৩। কোথায় বৃস্পতিবারের আগে শুক্রবার আসে?
উত্তরঃ ডিকশনারিতে।
০৪। আপনার কোন জিনিসটি আপনার চেয়ে অন্যেরা বেশি ব্যবহার করে?
উত্তরঃ আপনার নাম ।
০৫। সকালে জাগার সময় কোন কাজটি আমরা আগে করি?
উত্তরঃ চোখের পাতা খুলি ।
০৬। বলুন তো, কোন ড্রেস ড্রেস না?
উত্তরঃ এড্রেস।
০৭। না ছুঁয়েও কোন জিনিসটি ধরে রাখা যায়?
উত্তরঃ নিঃশ্বাস ।
০৮। খারাপ হাতের লেখা কিসের লক্ষণ?
উত্তরঃ ডাক্তার হওয়ার ।
০৯। যখন দেখা যায় তখন নিজে ব্যবহার করা যায় না । যখন ব্যবহার করতে হয় তখন দেখা যায় না । জিনিসটা কী?
উত্তরঃ কফিন ।
১০। কোন জিনিস শুধু বাড়ে, কখনও কমে না?
উত্তরঃ বয়স ।
১১। বলুন তো, কোন মাসে ২৮ দিন আছে?
উত্তরঃ প্রত্যেক মাসেই আছে ।
১২। Varnish - কে কীভাবে ভ্যানিশ করা যায়?
উত্তরঃ R সরিয়ে দিয়ে ।
১৩। গাছে দশটি পাখি বসে আছে। একটিকে গুলি করলে কয়টি থাকবে?
উত্তরঃ গুলি লাগলে একটি । না লাগলে একটিও না ।
১৪। লাল মোরগ সাদা ডিম দিলে বাচ্চার রং কী হবে?
উত্তরঃ মোরগ ডিম দেয় না জনাব !
১৫। কোন জিনিসটি কাটলে শুধু গভীরই হয়?
উত্তরঃ গর্ত।
১৬। কী সব সময় আসি আসি করে, কিন্তু আসে না?
উত্তরঃ আগামীকাল ।
১৭। কোন বর্ণ মুহুর্তে এসেছে দু বার, মিনিটে এসেছে একবার, কিন্তু হাজার বছরে একবারও আসেনি?
উত্তরঃ M.
১৮। কোন শিপ উড়তে পারে?
উত্তরঃ স্পেসশিপ ।
১৯। ডিসেম্বরে যা পাওয়া যায়, অন্য মাসে সেটা পাওয়া যায় না । কী?
উত্তরঃ D বর্ণ ।
২০। কোন সিটি সিটি না?
উত্তরঃ ইলেক্ট্রিসিটি ।
২১। ক্যালেন্ডার চুরি করলে কী পাওয়া যায়?
উত্তরঃ ১২ মাস।
২২। কোন বর্ণ মৃত্যুর মতো?
উত্তরঃ E. কারণ এটা Life-এর শেষে থাকে ।
২৩। রোদ ঝলমলে দিনে আমরা মাথার ওপর নীল আকাশ দেখি। বর্ষার দিনে কি দেখি?
উত্তরঃ ছাতা ।
মজার হাসির ধাঁধা উত্তর সহ ছবি | bangla funny dhadha with answer
০১। গাছের ফল ওপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন?
উত্তরঃ ওপরে খাওয়ার লোক নেই তাই ।
০২। মেয়েদের ব্যাগ ঘাটলে কী প্রমাণিত হয়?
উত্তরঃ টাকাই পৃথিবীর সব নয় ।
০৩। মানুষ কালো হয় কখন?
উত্তরঃ লোডশেডিং-এর সময় জন্ম হলে ।
০৪। মশা এবং হাতির মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ মশা হাতির গায়ে বসতে পারে, কিন্তু হাতি কখনও মশার গায়ে বসতে পারে না ।
০৫। গ্রামার কাকে বলে?
উত্তরঃ যে লোক গ্রামে থাকে তাকেই গ্রামার বলে । লোকটি যদি বাঙালি হয় তবে সে বাংলা গ্রামার। আর যদি সে ইংরেজ হয় তবে সে ইংরেজি গ্রামার ।
০৬। ষাঁড়ের দুধের স্বাদ কেমন?
উত্তরঃ ঘোড়ার ডিমের স্বাদ যেমন ।
০৭। কোন জিনিসটি সব সময় ওড়ে, কিন্তু কোথাও যায় না?
উত্তরঃ পতাকা ।
০৮। দুটো পা থাকা সত্ত্বেও চলতে পারে না কে?
উত্তরঃ ফুল প্যান্ট ।
০৯। লাইব্রেরি ঠিক রাখতে কয় কপি বই প্রয়োজন?
উত্তরঃ ৩ কপি। একটি দেখানোর জন্য, একটি ধার দেয়ার জন্য, আরেকটি পড়ার জন্য ।
১০। জনি মাত্র ১-এর জন্য ১০০ পায়নি। বলতে পারেন সে কত পেয়েছে?
উত্তরঃ দুই শূন্য (০০) পেয়েছে।
১১। ডাক্তার ও নার্স অপারেশনের সময় মুখ ঢেকে রাখে কেন?
উত্তরঃ অপারেশনের সময় ভুল হলে কে ভুলটা করেছে এটা যেন কেউ বুঝতে না পারে এ জন্য ।
১২। ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ ছেলেদের আছে Sense of humour, আর মেয়েদের আছে Sense of rumour.
১৩। পাহাড়ে ওঠার সময় প্রত্যেকের কোমড়ে দড়ি বাঁধা থাকে কেন?
উত্তরঃ মাঝপথে কেউ যেন পালিয়ে যেতে না পারে সে জন্য ।
১৪। কোন কি পকেটে রাখা যায় না?
উত্তরঃ Donkey, Monkey.
১৫। পিরিচের ওপরে মাছিগুলো ফুটবল খেলছিল কেন?
উত্তরঃ কাপ জেতার জন্য ।
১৬। গাইতে গাইতে গায়ক, পড়তে পড়তে পড়ুয়া, খেলতে খেলতে খেলোয়াড় । জানতে জানতে?
উত্তরঃ জানোয়ার ।
১৭। বাবা কী করে খালু হয়?
উত্তরঃ মা মারা যাবার পর বাবা যখন খালাকে বিয়ে করে ।
১৮। সূর্য না থাকলে কী হতো?
উত্তরঃ ইলেক্ট্রিসিটি খরচ বেড়ে যেত ।
১৯। বোকারা ১১ লিখতে সময় নেয় কেন?
উত্তরঃ কারণ তারা বুঝতে পারে না কোন ১ প্রথমে লিখবে ।
রোমান্টিক ধাঁধা উত্তর সহ ছবি | romantic dhadha bangla
০১। এমন কী জিনিস যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়?
উত্তর: ভালোবাসা।
০২। এমন কী যা দেওয়ার পর কমে না, বরং বেড়ে যায়?
উত্তর: ভালোবাসা।
০৩। কোন জিনিসটির জন্য মানুষ সবকিছু করতে পারে?
উত্তর: হৃদয়ের টান।
০৪। এমন একটি জিনিস যা যত বেশি ভাগ করা যায়, তত বেশি পাওয়া যায়?
উত্তর: হাসি।
০৫। কোন ফুল কখনও শুকায় না?
উত্তর: ভালোবাসার ফুল।
০৬। কোন জিনিসটি কানে শোনা যায়, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়?
উত্তর: মিষ্টি কথা।
০৭। এমন কী, যা তুমি ছুঁতে পারো না, কিন্তু তোমাকে ছুঁয়ে যায়?
উত্তর: অনুভূতি।
০৮। এমন কী যা দেখতে সুন্দর, কিন্তু অনুভব করা আরও সুন্দর?
উত্তর: ভালোবাসার মুহূর্ত।
০৯। কোন জিনিসটি দেওয়ার পর তুমি কখনও দুঃখ পাও না?
উত্তর: সত্যিকারের ভালোবাসা।
১০। কোন জিনিসটি প্রতিদিন ফোটে, কিন্তু শুকায় না?
উত্তর: ভালোবাসার ফুল।
১১। কোন জিনিসটি দেখলে হৃদয় জুড়ে যায়?
উত্তর: প্রিয়জনের হাসি।
১২। এমন কী জিনিস যা শুনলে চোখে জল আসে?
উত্তর: মধুর স্মৃতি।
১৩। কোন পাখি কেবল হৃদয়ে উড়ে বেড়ায়?
উত্তর: প্রেমের পাখি।
১৪। এমন কী যা হৃদয় ভাঙতে পারে, কিন্তু শব্দ করে না?
উত্তর: প্রিয়জনের দূরত্ব।
১৫। এমন কী যা কাছাকাছি থাকলে শান্তি, আর দূরে গেলে অস্থিরতা?
উত্তর: প্রিয়জন।
১৬। কোন জিনিসটি ছুঁয়ে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়?
উত্তর: প্রেম।
১৭। এমন কী জিনিস যা হৃদয়ের কথা বলে, কিন্তু মুখে শব্দ করে না?
উত্তর: চোখ।
১৮। কোন জিনিসটি প্রতিদিন বাড়ে, কিন্তু কখনও কমে না?
উত্তর: ভালোবাসা।
১৯। এমন একটি জিনিস যা কিনতে পাওয়া যায় না, কিন্তু সবার প্রয়োজন?
উত্তর: ভালোবাসা।
২০। কোন ফুল কখনও ম্লান হয় না?
উত্তর: প্রেমের গোলাপ।
২১। এমন কী যা তোমার জীবনকে রাঙিয়ে দেয়, কিন্তু চোখে দেখা যায় না?
উত্তর: ভালোবাসার স্পর্শ।
২২। কোন জিনিসটি শীতল হয়, কিন্তু হৃদয়কে উষ্ণ করে?
উত্তর: প্রিয়জনের মিষ্টি কথা।
২৩। কোন নদী কখনও শুকায় না?
উত্তর: ভালোবাসার নদী।
২৪। কোন সূর্য কখনও অস্ত যায় না?
উত্তর: প্রেমের সূর্য।
২৫। কোন পথ কখনও শেষ হয় না?
উত্তর: ভালোবাসার পথ।
২৬। কোন ফুল সবসময় ফুটে থাকে?
উত্তর: হৃদয়ের ফুল।
২৭। এমন একটি জিনিস যা কাছাকাছি আনতে পারে, দূরে ঠেলে দেয় না?
উত্তর: ভালোবাসার বন্ধন।
২৮। কোন জিনিসটি হৃদয়ে বসে থাকে, মগজে নয়?
উত্তর: অনুভূতি।
২৯। কোন জিনিসটি প্রিয়জন ছাড়া পূর্ণ হয় না?
উত্তর: জীবন।
৩০। কোন শব্দ কখনও পুরনো হয় না?
উত্তর: "ভালোবাসি।"
বাংলা বুদ্ধির ধাঁধা উত্তর সহ ছবি
০১। উত্তর মেরুর পাঁচটি প্রাণীর নাম বলুন?
উত্তরঃ তিনটি শ্বেত ভল্লুক আর দুটো শীল মাছ ।
০২। কোন জোক শুনে কেউ হাসে না?
উত্তরঃ যে জোকের ওপর একটা চন্দ্রবিন্দু আছে ।
০৩। নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব থেকে আমরা কী শিক্ষা পাই?
উত্তরঃ ঘরে বসে না থেকে আমাদের আপেলগাছের নিচে বসে থাকা উচিত ।
০৪। কোন জিনিস হাজার মাইল উঁচু থেকে ফেললে কিছু হবে না । কিন্তু সমুদ্রে পড়লেই শেষ?
উত্তরঃ টিস্যু।
০৫। কোন জিনিস পাওয়ার আগে অন্যকে তুলতে হয়?
উত্তরঃ ছবি ।
০৬। একজন রাজনীতিবিদ এবং ডাকাতের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ ডাকাত ডাকাতি করে জেলে যায়। রাজনীতিবিদ জেল থেকে ফিরে এসে ডাকাতি শুরু করে ।
০৭। কুকুর জিভ বের করে রাখে কেন?
উত্তরঃ লেজের সঙ্গে ব্যালেন্স রাখতে ।
০৮। ট্রেন প্রতিদিন দেরিতে আসে, তবুও স্টেশনে বড় দেয়ালঘড়ি টানিয়ে রাখা হয় কেন?
উত্তরঃ ট্রেন কত দেরিতে আসছে তার সিাব রাখতে হবে না?
০৯। হাতির দুধ খেয়ে একটি বাচ্চার এক সপ্তাহে বিশ পাউন্ড ওজন বেড়ে গিয়েছে । এটা কী করে সম্ভব?
উত্তরঃ কারণ, ওটাও যে হাতির বাচ্চা ।
১০। দাড়ি-গোঁফের চেয়ে চুল আগে পাকে কেন?
উত্তরঃ দাড়ি-গোঁফের চেয়ে বয়সে চুল বড়, তাই ।
১১। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মানুষ কে?
উত্তরঃ আদম । কারণ তিনিই প্রথম পৃথিবীতে এসেছেন।
১২। কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে?
উত্তরঃ জিরাফ
১৩। দাড়ি এবং টাকা— দুটোর মধ্যেই একটা মিল আছে। বলুন তো মিলটা কিসের?
উত্তরঃ দুটোই কামাতে হয় ।
১৪। ব্রেকফাস্টের আগে কোন জিনিস কখনও খাওয়া সম্ভব নয়?
উত্তরঃ লাঞ্চ এবং ডিনার ।
১৫। মাছি এবং হাতির মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ দুধের মাছি আছে, কিন্তু দুধের হাতি নেই ।
১৬। ওয়াক আউট এবং নক আউটের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ একটি স্বেচ্ছায় আরেকটি অনিচ্ছায় হয়।
১৭। এক লোকের তিনজোড়া চশমা কেন বলতে পারেন?
উত্তরঃ একটি পড়ার জন্য, অন্যটি লেখার জন্য, আরেকটি ওই দুটো চশমা হারিয়ে গেলে খোঁজার জন্য ।
১৮। হাতুড়ির সবচেয়ে নিরাপদ ব্যবহার হয় কখন ?
উত্তরঃ যখন পেরেকটা আরেকজন ধরে রাখে।
১৯। কার কারণে দেয়ালের ভেতর দিয়েও দেখা যায়?
উত্তরঃ জানালা ।
২০। ধূমপায়ীদের জন্য কোন গানটি প্রযোজ্য?
উত্তরঃ আমি জেনেশুনে বিষ করেছি পান ।
২১। ঈশ্বর এবং মানুষ পাখির জন্য কী বানিয়েছে?
উত্তরঃ ঈশ্বর বানিয়েছে বন, মানুষ বানিয়েছে খাঁচা ।
২২। সাদা মুরগি এবং কালো মুরগির মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ কালো মুরগি সাদা ডিম দিতে পারে, সাদা মুরগি কালো ডিম দিতে পারে না ।
২৩। হীরার চেয়ে শক্ত কী?
উত্তরঃ এর দাম মেটানো ।
৩৪। জিরাফ বেশির ভাগ সময় ঠাণ্ডায় মারা যায় । এর কারণ বলতে পারেন?
উত্তরঃ এত লম্বা মাফলার কেউ বানায় না তো তাই ।
৩৫। জনি বোরহানি মুখে দিয়েই ফেলে দিয়েছে। বলুন তো কোথায় ফেলেছে?
উত্তরঃ পাকস্থলীতে।
৩৬। একটি চোখ আছে, কিন্তু কখনও বন্ধ হয় না । কার?
উত্তরঃ সুঁইয়ের ।
৩৭। দাড়ি নেই অথচ তার পরও কে দিনে অন্তত ৩০ বার শেভ করে?
উত্তরঃ নাপিত ।
৩৮। কী ছুটে চলে, কিন্তু হাঁটতে পারে না?
উত্তরঃ জল ।
৩৯। কোন জিনিস ডান হাত দিয়ে ধরা যায়. কিন্তু বাম হাত দিয়ে ধরা যায় না?
উত্তরঃ বাম কনুই ।
৪০। কী সবারই প্রয়োজন যা কিছু লোক দেয়, কিছু লোক নেয় ?
উত্তরঃ উপদেশ ।
৪১। নোমানের চাকরি চলে গেছে । এখন কী হবে?
উত্তরঃ কী আর হবে, আগে অফিসে ঘুমাত এখন বাসায় ঘুমাবে ।
৪২। বাংলাদেশ ক্রিকেট দল কি বিশ্বমানের?
উত্তরঃ এটা বলা যাচ্ছে না তবে দর্শক বিশ্বমানের।
৪৩। মোবাইল চুরি হয়ে যাওয়ার পরেও লোকটির দুঃখ নেই কেন?
উত্তরঃ কারণ বিল বাকি আছে দশ হাজার টাকা ।
৪৪। যারা ছোটবেলায় পয়সা গিলে ফেলে তারা বড় হয়ে কী হয়?
উত্তরঃ ঋণখেলাপি ।
৪৫। অলস ব্যক্তিরা সব সময় হাঁ করে থাকে কেন?
উত্তরঃ হাই উঠলে হাঁ তো করতেই হবে তাই আগে থেকেই ...
৪৬। চিনির কৌটায় কাঁটা চামচ ব্যবহার করে কারা?
উত্তরঃ কৃপণেরা।
৪৭। কাকতালীয় ব্যাপার- একটা উদাহরণ দিন তো?
উত্তরঃ যেদিন আমার বাবার বিয়ে হয়েছিল ঠিক সেদিনই আমার মায়েরও বিয়ে হয়েছিল।
৪৮। পাহাড়ে ওঠার সময় প্রত্যেকের কোমড়ে দড়ি বাঁধা থাকে কেন?
উত্তরঃ মাঝপথে কেউ যেন পালিয়ে যেতে না পারে সে জন্য ।
৪৯। একাধিক বিয়ের কুফল কী?
উত্তরঃ একাধিক শাশুড়ি লাভ ।
জটিল অংকের ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড | bangla math dhadha with answer
1. দুটি সংখ্যা আছে, যাদের যোগফল ১০ এবং গুণফল ২১। সংখ্যাগুলো কী?
উত্তর: ৭ এবং ৩।
2. একটি সংখ্যা ১০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৩ দ্বারা নয়। সংখ্যা কী?
উত্তর: ১০।
3. এমন একটি সংখ্যা বলুন, যা নিজেকে গুণ করলে উত্তর হয় ১৬।
উত্তর: ৪।
4. এক ব্যক্তি ১০০ টাকা নিয়ে ১০টি আপেল কিনলেন। প্রতি আপেলের দাম কত?
উত্তর: ১০ টাকা।
5. এমন একটি সংখ্যা বলুন, যা ২ এবং ৩ উভয় দ্বারা বিভাজ্য।
উত্তর: ৬।
6. এমন একটি সংখ্যা বলুন, যা ৫ দিয়ে ভাগ করলে ১ বাকি থাকে।
উত্তর: ৬।
7. এক ডজন কলার দাম ২৪ টাকা হলে, একটি কলার দাম কত?
উত্তর: ২ টাকা।
8. ২৫% এর ৫০ কত?
উত্তর: ১২.৫।
9. ৩টি সংখ্যার গড় হলো ১৫। সংখ্যাগুলোর যোগফল কত?
উত্তর: ৪৫।
10. এক বাক্সে ২০টি কমলা আছে। ৫টি কমলা নিলে বাক্সে কতটি কমলা থাকবে?
উত্তর: ১৫টি।
11. ১২-এর দ্বিগুণের অর্ধেক কত?
উত্তর: ১২।
12. এমন একটি সংখ্যা বলুন, যার বর্গ ৪৯।
উত্তর: ৭।
13. ১০০-এর ১০% কত?
উত্তর: ১০।
14. একটি সংখ্যার ১/৩ ভাগ ৯ হলে, সংখ্যাটি কত?
উত্তর: ২৭।
15. এমন একটি সংখ্যা বলুন, যা ৮ দিয়ে বিভাজ্য।
উত্তর: ১৬।
16. ১৫ থেকে ৫ বিয়োগ করলে কত থাকে?
উত্তর: ১০।
17. ২ এবং ৪-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কী?
উত্তর: ৩।
18. ১০টি সংখ্যার গড় ২০ হলে, তাদের যোগফল কত?
উত্তর: ২০০।
19. ৯-এর বর্গমূল কত?
উত্তর: ৩।
20. ৫-এর ঘনমূল কত?
উত্তর: প্রায় ১.৭।
21. ৫০-এর ২০% কত?
উত্তর: ১০।
22. এমন একটি সংখ্যা বলুন, যা ২, ৩, এবং ৫ দ্বারা বিভাজ্য।
উত্তর: ৩০।
23. ১৫-এর দ্বিগুণ কত?
উত্তর: ৩০।
24. ২৫-এর ৪০% কত?
উত্তর: ১০।
25. ১০টি আপেলের দাম ৫০ টাকা। ৫টি আপেলের দাম কত?
উত্তর: ২৫ টাকা।
26. একে গুণ করলে ৮, আর ভাগ করলে ২। সংখ্যাটি কী?
উত্তর: ৪।
27. ৫-এর বর্গক্ষেত্র কত?
উত্তর: ২৫।
28. এমন একটি সংখ্যা বলুন, যা নিজের বর্গক্ষেত্রের সমান।
উত্তর: ১।
29. ৪টি সংখ্যার গড় ২৫ হলে, সংখ্যাগুলোর যোগফল কত?
উত্তর: ১০০।
30. ২০-এর ৫% কত?
উত্তর: ১।
31. ৬-এর বর্গমূল কত?
উত্তর: প্রায় ২.৪৪।
32. এমন একটি সংখ্যা বলুন, যার দ্বিগুণ ১০।
উত্তর: ৫।
33. এমন একটি সংখ্যা বলুন, যা ১২ দিয়ে বিভাজ্য।
উত্তর: ২৪।
34. একটি সংখ্যার অর্ধেক ৬ হলে, সংখ্যাটি কী?
উত্তর: ১২।
35. ৫০-এর ২৫% কত?
উত্তর: ১২.৫।
বিয়ের ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড
1. বিয়ের পর কোন সময় স্বামী সবচেয়ে বেশি ভয় পায়?
উত্তর: যখন স্ত্রী বলে, “একটা কথা বলি?”
2. বিয়ের কেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী?
উত্তর: হাসি! কারণ এটা একটি মজার মুহূর্ত।
3. বিয়ের পর পুরুষরা কেন বেশি চুপচাপ হয়ে যায়?
উত্তর: কারণ স্ত্রী কথা বলার সব দায়িত্ব নিয়ে নেন!
4. বিয়ের পর স্বামী কীভাবে “না” বলে?
উত্তর: “হ্যাঁ, ডার্লিং, তুমি ঠিক বলছ।”
5. বিয়ের আগে প্রেম কী?
উত্তর: গান। আর বিয়ের পর? সুরহীন গান!
6. বিয়ের পর কোন কাজটা স্বামী-স্ত্রী একসঙ্গে করতে পছন্দ করেন?
উত্তর: একে অপরকে বোঝানোর চেষ্টা!
7. বিবাহিত জীবনের সবচেয়ে বড় ধাঁধা কী?
উত্তর: “আমি ভুল করেছি কি না, সেটা না বুঝেই ক্ষমা চাওয়া।”
8. বিয়ের পর স্বামী সবচেয়ে বেশি কী ভুলে যায়?
উত্তর: নিজের স্বাধীনতা।
9. বিয়ের পর মেয়েরা কেন বেশি খুশি হয়?
উত্তর: কারণ তারা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে!
10. বিয়ের আসল অর্থ কী?
উত্তর: "তোমার ঝগড়া জেতা, আমার শান্তি নষ্ট!"
11. কোন সম্পর্ক বিয়ের পর সবচেয়ে বেশি মজার?
উত্তর: স্বামী-স্ত্রীর বন্ধুত্ব, যা সবসময় রসিকতায় পূর্ণ থাকে।
12. বিয়ের পর কীভাবে সময় কাটানো যায়?
উত্তর: একে অপরকে নিয়ে হাসাহাসি করে!
13. বিয়ের আসল পরীক্ষা কখন শুরু হয়?
উত্তর: মধুচন্দ্রিমা শেষ হওয়ার পর।
14. বিয়ের পর সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কী?
উত্তর: “তুমি ঠিক বলেছ!”
দুষ্টু মিষ্টি ধাঁধা প্রশ্ন রোমান্টিক ধাঁধা উত্তর সহ
1. এমন কী জিনিস যা ভাঙলে সবাই খুশি হয়?
উত্তর: ডিম।
2. এমন কী, যার নাম বললেই ভেঙে যায়?
উত্তর: নীরবতা।
3. কোন জিনিসটি যত টানবেন, তত ছোট হবে?
উত্তর: রাবার ব্যান্ড।
4. এমন কী জিনিস, যা শুকালে ভিজে যায়?
উত্তর: তোয়ালে।
5. কোন জিনিসটি কেবল সামনে এগোয়, কিন্তু পেছনে ফেরা হয় না?
উত্তর: সময়।
6. এমন কী, যা দেখতে সবুজ কিন্তু ভিতরে লাল?
উত্তর: তরমুজ।
7. কোন ঘরে দরজা-জানালা নেই?
উত্তর: কবর।
8. এমন কী জিনিস, যা মাটিতে পড়লেও ভাঙে না?
উত্তর: ছায়া।
9. কোন ফল সবচেয়ে বেশি মিষ্টি?
উত্তর: মধু-মelon।
10. এমন কী, যা তাড়া করলে দৌড়ে পালায়, কিন্তু থেমে গেলে আসে?
উত্তর: বাতাস।
11. এমন কী জিনিস, যা নিজে কথা বলতে পারে না, কিন্তু সব জানিয়ে দেয়?
উত্তর: চিঠি।
12. কোনটা আগে আসে, মুরগি না ডিম?
উত্তর: এই প্রশ্নের উত্তর খুঁজতে এখনও বিজ্ঞানীরা ব্যস্ত।
13. কোন জিনিসটির মাথা আছে, কিন্তু মগজ নেই?
উত্তর: পেরেক।
14. কোন জিনিসটি যত ব্যবহার করবেন, তত হালকা হবে?
উত্তর: পেন্সিল।
15. এমন কী, যা রাত হলে উঠে, আর সকাল হলে চলে যায়?
উত্তর: চাঁদ।
16. এমন কী, যা হাত দিয়ে ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়?
উত্তর: হাওয়া।
17. কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?
উত্তর: ঘোড়া। 🐴
18. এমন কী, যা বৃষ্টি পড়লেও ভেজে না?
উত্তর: ছাতা।
19. কোন জিনিসটি যত কেটে ফেলবেন, তত বড় হবে?
উত্তর: গর্ত।
20. এমন কী, যা জন্মের পরই মরে যায়?
উত্তর: মোমবাতির আলো।
21. কোন জিনিসটি যত ভাঙবেন, তত বেশি খাবার পাওয়া যাবে?
উত্তর: সুজি বা পিঠা।
22. এমন কী জিনিস, যা সকালে দুই পায়ে চলে, দুপুরে তিন পায়ে, আর রাতে চার পায়ে?
উত্তর: মানুষ। (শৈশবে হামাগুড়ি দেয়, বড় হলে হাঁটে, আর বৃদ্ধ হলে লাঠি নিয়ে হাঁটে)।
23. কোনটা সবসময় নিজের জায়গায় থাকে, কিন্তু সবার চারপাশে ঘোরে?
উত্তর: ঘড়ির কাঁটা।
24. এমন কী, যা পানি ছাড়া ডুবে যায়?
উত্তর: সূর্য।
25. এমন কী জিনিস, যা আপনার কিন্তু অন্যেরা বেশি ব্যবহার করে?
উত্তর: আপনার নাম।
100 টি মজার ধাঁধা ও উত্তর
০১। একজন পুরুষকে বিয়ের আগে সম্পূর্ণ বলা যায়। কিন্তু বিয়ের পর?
উত্তর: সম্পূর্ণ শেষ ।
০২। এক মহিলা সৌভাগ্যক্রমে আলাদিনের চেরাগ পেল। চেরাগের দৈত্যকে হুকুম করা মাত্র সে বলল, মহিলা যা চাইবে তা-ই সে পাবে, কিন্তু তার স্বামী পাবে তার দ্বিগুণ । বলুন তো এ কথা শুনে মহিলা কী চেয়েছিল?
উত্তর: মহিলা চেয়েছিল, তাকে এক কোটি টাকা দেয়া হোক এবং সেই সাথে তাকে মেরে আধমরা করা হোক ।
০৩। প্রেম এবং বিয়ের মধ্যে পার্থক্য কী?
উত্তর: প্রেম অন্ধ, বিয়ে সেই অন্ধত্ব দূর করে অর্থাৎ চোখ খুলে দেয় ।
০৪। একজন লোক বাম পায়ে প্রচণ্ড ব্যথায় হাঁটতে পারছে না । এখন তার কী করা উচিত?
উত্তর: তার ডান পায়ে হাঁটা উচিত ।
০৫। পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি ছিল কারা?
উত্তর: আদম-হাওয়া । কারণ তাদের কারও শাশুড়ি ছিল না ।
০৬। মহিলারা কখনোই ভেবে কথা বলতে পারে না কেন ?
উত্তর: কারণ একটু ভাবতে গেলেই তো অন্যরা প্রসঙ্গ বদলে অন্য বিষয়ে চলে যায় ।
০৭। পুরুষ এবং নারীর বিয়ের ভাবনার মধ্যে পার্থক্য কী?
উত্তর: পুরুষ ভাবে, ত্রিশের আগে বিয়ে করবে না । নারী ভাবে, বিয়ের আগে ত্রিশ হবে না ।
০৮। বিধবারা অন্তত একটা ব্যাপারে নিশ্চিত। বলুন তো কোন ব্যাপারে?
উত্তর: তারা জানে তাদের স্বামীরা কোথায় আছে।
০৯। বলুন তো, কোন মাসে ২৮ দিন আছে?
উত্তর: প্রত্যেক মাসেই আছে ।
১০। একাধিক বিয়ের কুফল কী?
উত্তর: একাধিক শাশুড়ি লাভ ।
১১। একজন পুরুষকে বিয়ের আগে সম্পূর্ণ বলা যায়। কিন্তু বিয়ের পর?
উত্তর: সম্পূর্ণ শেষ ।
১২। ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য কী?
উত্তর: ছেলেদের আছে Sense of humour, আর মেয়েদের আছে Sense of rumour.
১৩। এক মহিলা সৌভাগ্যক্রমে আলাদিনের চেরাগ পেল। চেরাগের দৈত্যকে হুকুম করা মাত্র সে বলল, মহিলা যা চাইবে তা-ই সে পাবে, কিন্তু তার স্বামী পাবে তার দ্বিগুণ । বলুন তো এ কথা শুনে মহিলা কী চেয়েছিল?
উত্তর: মহিলা চেয়েছিল, তাকে এক কোটি টাকা দেয়া হোক এবং সেই সাথে তাকে মেরে আধমরা করা হোক ।
১৪। প্রেম এবং বিয়ের মধ্যে পার্থক্য কী?
উত্তর: প্রেম অন্ধ, বিয়ে সেই অন্ধত্ব দূর করে অর্থাৎ চোখ খুলে দেয় ।
১৫। একজন লোক বাম পায়ে প্রচণ্ড ব্যথায় হাঁটতে পারছে না । এখন তার কী করা উচিত?
উত্তর: তার ডান পায়ে হাঁটা উচিত ।
১৬। পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি ছিল কারা?
উত্তর: আদম-হাওয়া । কারণ তাদের কারও শাশুড়ি ছিল না ।
১৬। মহিলারা কখনোই ভেবে কথা বলতে পারে না কেন ?
উত্তর: কারণ একটু ভাবতে গেলেই তো অন্যরা প্রসঙ্গ বদলে অন্য বিষয়ে চলে যায় ।
১৭। পুরুষ এবং নারীর বিয়ের ভাবনার মধ্যে পার্থক্য কী?
উত্তর: পুরুষ ভাবে, ত্রিশের আগে বিয়ে করবে না । নারী ভাবে, বিয়ের আগে ত্রিশ হবে না ।
১৮। বিধবারা অন্তত একটা ব্যাপারে নিশ্চিত। বলুন তো কোন ব্যাপারে?
উত্তর: তারা জানে তাদের স্বামীরা কোথায় আছে।
১৯। কার মেরুদণ্ড দুটি, কিন্তু পাঁজর কোটি কোটি?
উত্তর: রেল লাইন ।
২০। বলুন তো কোন জিনিস গরীবেরা ফেলে দেয়, কিন্তু বড়লোকেরা যত্ন করে পকেটে রাখে?
উত্তর: সর্দি
২১। ঘোড়া এবং হাতির মধ্যে পার্থক্য কী?
উত্তর: ঘোড়ার লেজ পেছনে থাকে, হাতির থাকে সামনে ।
২২। বাসে খালি সিট থাকা সত্ত্বেও লোকটি দাঁড়িয়ে আছে কেন?
উত্তর: তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে । বসে সময় নষ্ট করে লাভ কী?
২৩। মেয়েদের সবচেয়ে বড় লজ্জা কী?
উত্তর: মেয়েরা ছেলেদেরকে পেটে ধরে ।
২৪। গুজব এবং খবরের মধ্যে পার্থক্য কী?
উত্তর: গুজব হচ্ছে সেই খবর যা ঝড়ের গতিতে ছোটে ।
২৫। ভবিষ্যৎ ফল কী?
উত্তর: তালাক ।
২৬। আত্মভোলা স্বামী থাকলে স্ত্রীদের কী সুবিধা হয়?
উত্তর: বছরে কয়েকবার বিবাহবার্ষিকীর উপহার পাওয়া যায় ।
২৭। প্রকৃত আশাবাদী কে?
উত্তর: সব নেতিবাচক বিষয়ে যার বিশ্বাস অটুট ।
২৮। কিছু মাস ৩০ দিনের, কিছু ৩১ । ২৮ দিনের মাস কয়টি আছে?
উত্তর: ১২ মাসেই ২৮ দিন আছে।
২৯। কোন জিনিস ব্যবহারের আগে ভাঙতে হয় ?
উত্তর: ডিম ।
৩০। A, E এবং U সবচেয়ে সুন্দর ভাওয়েল কেন ?
উত্তর: কারণ এদের ছাড়া Beauty লেখা যায় না ।
৩১। ঘরের ওপর কী থাকে?
উত্তর: ছাদ।
৩২। ঘরের ওপর কী থাকে?
উত্তর: ছাদ ।
৩৩। কোনটি হাতির মতো কিন্তু ওজন নেই?
উত্তর: হাতির ছায়া ।
৩৪। যারা তৈরি করে তারা চায় না । যারা কেনে তারা ব্যবহার করে না । যারা ব্যবহার করে তারা দেখে না । জিনিসটা কী?
উত্তর: কফিন ।
৩৫। মিউজিক শিখতে এসে ছেলেটি তার মিউজিক টিচারকে বাঁশি বদলে দিতে বলল কেন?
উত্তর: কারণ বাঁশিটিতে অনেক ফুটো ছিল ।
৩৬। এন্টিক কী?
উত্তর: যা এক যুগের মানুষ কেনে, পরের যুগের মানুষ ফেলে দেয় এবং তাদের পরবর্তী যুগের মানুষ পুনরায় বেশি দাম দিয়ে কিনে নেয় ।
৩৭। কোনটি হাতির মতো কিন্তু ওজন নেই?
উত্তর: হাতির ছায়া ।
৩৮। মিউজিক শিখতে এসে ছেলেটি তার মিউজিক টিচারকে বাঁশি বদলে দিতে বলল কেন?
উত্তর: কারণ বাঁশিটিতে অনেক ফুটো ছিল ।
৩৯। কার অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলার সবচেয়ে ভালো উপায় কী?
উত্তর: বাস বা ট্রাকে চলাফেরা করা ।
৪০। চোখ খুলে না বন্ধ করে চুমু খাওয়া উচিত?
উত্তর: ঠোঁট দিয়ে চুমু খাওয়া উচিত ।
৪১। কোন জিনিস ১০ মিনিটও ধরে রাখা সম্ভব নয়, যদিও সেটি পালকের চেয়েও হালকা?
উত্তর: নিঃশ্বাস ।
৪২। পাঁচ জন চার্চের দিকেই যাচ্ছিল। বৃষ্টি নামায় চার জন ভিজে গেল । কিন্তু এক জন ভিজল না কেন?
উত্তর: কারণ সে কফিনের ভেতর ছিল ।
৪৩। বলুন তো, গরু এবং গুরুর মধ্যে পার্থক্য কী?
উত্তর: পার্থক্য হলো গরু দুধ দেয়, গুরু সেই দুধ খায় ।
৪৪। বুট এবং গোল্ডেন বুটের মধ্যে পার্থক্য কী?
উত্তর: বুট খাওয়া যায়, গোল্ডেন বুট খাওয়া যায় না ।
৪৫। কোন জিনিসটি আঘাত অথবা ফেলে না দিয়েও ভাঙা যায়?
উত্তর: ওয়াদা।
৪৬। সত্য বলার সবচেয়ে বড় সুবিধা কী?
উত্তর: সত্য বলার পর পরবর্তীতে তা আর মনে রাখার দরকার পড়ে না ।
৪৭। রক্ষিতা এবং স্ত্রীর মধ্যে পার্থক্য কী?
উত্তর: পার্থক্যটা দিন এবং রাতের ।
৪৮। আদমকে কেন প্রথমে সৃষ্টি করা হয়েছিল?
উত্তর: পুরুষরা যাতে প্রথমে কথা বলার সুযোগ পায় ।
৪৯। সেমিনার কী ?
উত্তর: অর্থহীন বিষয় নিয়ে লোক সমাগম ।
৫০। তালাকের প্রথম কারণ কী?
উত্তর: বিবাহ ।
৫১। জনপ্রিয় হবার অসুবিধা কী?
উত্তর: সবাই তখন হিংসা করে ।
৫২। নির্বাচন এলেই শোনা যায়- অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র । কী ফুল বলতে পারেন?
উত্তর: ডুমুরের ফুল ।
৫৩। প্রেমিক-প্রেমিকা পার্কে না গিয়ে প্রেমিকের বাসায় যাচ্ছে কেন?
উত্তর: কারণ প্রেমিকের বাবা-মা আজ পার্কে গেছে ।
৫৪। এমন একটা জিনিসের নাম বলুন যা ভিন্ন ভিন্ন নামে পরিচিত?
উত্তর: চুল ।
৫৫। চোরাবালিতে ডুবে মরার সবচেয়ে বড় সমস্যা কী?
উত্তর: প্রচুর সময় লাগে ।
৫৬। বিয়ের পর প্রেমিক আর প্রেমিকাকে উপহার দেয় না কেন?
উত্তর: মাছ ধরা হয়ে গেলে জেলে কি আর বর্শিতে কেঁচো লাগায়?
৫৭। স্ত্রীর মৃত্যুর পর স্বামী যে আর বিয়ে করবে না এর গ্যারান্টি কী?
উত্তর: ন্যাড়া কি আর দু বার বেলতলায় যায়?
৫৮। পরিচ্ছন্ন মৃত্যু কীভাবে সম্ভব?
উত্তর: হারপিক খেয়ে আত্মহত্যা করুন ।
৫৯। লোকটি বোকার মতো কথা বলে- বলুন তো এর কারণ কী?
উত্তর: যাতে আপনি সহজে বুঝতে পারেন ।
৬০। অতিথি পাখিরা কেন উড়ে আসে?
উত্তর: হেঁটে আসলে সময় বেশি লাগবে তাই ।
৬১। বয়স্ক স্ত্রীরা কি স্বামীদের আয়ত্ব করতে পারে ?
উত্তর: পারে, যদি স্বামী প্রত্নতত্ত্ববিদ হন ।
৬২। যেদিন বিয়ে করে ঘরে বউ নিয়ে আসা হলো সেদিনই বাড়িতে ডাকাত পড়ল । এ থেকে আমরা কী বুঝলাম?
উত্তর: বিপদ কখনও একা আসে না ।
৬৩। একজন লেখক তাঁর নতুন বইটি স্ত্রীর নামে উৎসর্গ করে সেখানে কী লিখেছিলেন?
উত্তর: ‘আমার স্ত্রী, যার অনুপস্থিতি বিনা এ গ্রন্থ লেখা সম্ভব হতো না ।
৬৪। একজন লোক কোনো কিছুই মনে রাখতে পারে না, সব ভুলে যায়— এই অসুখের চিকিৎসা কী?
উত্তর: অসুখের ব্যাপারটাই ভুলে যাওয়া ।
৬৫। মারামারি করে প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করে যে প্রেমিক বিয়ে করে, কিছুদিন পর তাকে কী করতে দেখা যায়?
উত্তর: বউয়ের সঙ্গে মারামারি করতে ।
৬৬। বুশ এবং বেয়ারকে বহন করা বিমানটি দুর্ঘটনায় পড়লে কে বাঁচাবে?
উত্তর: পৃথিবী ।
৬৭। আচার এবং স্বৈরাচারের মধ্যে পার্থক্য কী?
উত্তর: আচার আমরা খাই, স্বৈরাচার আমাদের খায় ।
৬৮। খবরের কাগজ এবং রেডিও-র মধ্যে কোনটি ভালো?
উত্তর: খবরের কাগজ । রেডিও দিয়ে তো আর চুলা জ্বালানো যায় না ।
৬৯। বলুন তো কোন বাড়িতে আটটি লিক আছে?
উত্তর: অট্টালিকায়
৭০। সজারুরা কীভাবে প্রেম-ভালোবাসা করে?
উত্তর: খুব সাবধানে ।
৭১। সম্রাট আলেকজান্ডার ভারতের মাটিতে পা ফেলে প্রথমেই কী করলেন?
উত্তর: দ্বিতীয় পা ফেললেন ।
৭২। লঞ্চ নদীতে ডুবে গেল। কিন্তু দেখা গেল যাত্রীদের মধ্যে একজনের চুল পানিতে ভেজেনি । বলুন তো ঘটনা কী?
উত্তর: কারণ সে টাক মাথা ছিল ।
৭৩। কোনো লোককে এড়িয়ে যাওয়ার উপায় কী?
উত্তর: তাকে কিছু টাকা ধার দেয়া ।
৭৪। পদার্থ কয় প্রকার?
উত্তর: তিন প্রকার । মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং অপদার্থ ।
৭৫। কোন শ্রেণির লোক বেশি দিন বাঁচে?
উত্তর: বয়স্ক শ্রেণির ।
৭৬। কামড়ায়, কিন্তু দাঁত নেই । জিনিসটি কী?
উত্তর: শীত।
৭৭। আপনার অনেক আছে, কিন্তু না থাকলেই বোধ হয় ভালো হতো । কী?
উত্তর: রাগ।
৭৮। ডায়মণ্ড পাওয়া যাবেই যাবে । কোথায়?
উত্তর: তাসের মধ্যে ।
৭৯। কোন জিনিস একের জন্য অধিক, দুয়ের জন্য যথেষ্ট, তিনের জন্য কিছুই না?
উত্তর: গোপনীয়তা ।
৮০। কে মারা গেছে, কিন্তু জন্মই হয়নি?
উত্তর: আদম ।
৮১। আগ্নেয়গিরি কী?
উত্তর: মাথা গরম পাহাড় । যার সব সময় বমি বমি ভাব থাকে ।
৮২। একঘেয়েমিকে মহিলারা কিসের সাথে তুলনা করে?
উত্তর: স্বামীর সাথে ।
৮৩। গ্রীনল্যান্ড আবিষ্কারের আগে কোনটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ ছিল?
উত্তর: গ্রীনল্যান্ড ।
৮৪। পিন গিলে ফেলার পরও শিশুটির কিছু হয়নি কেন?
উত্তর: কারণ সেটি ছিল সেফটিপিন
৮৫। ঘোড়া এবং দারোয়ানের মধ্যে মিল কোথায়?
উত্তর: উভয়েই দাঁড়িয়ে ঘুমায় ।
৮৬। গডফাদার হওয়ার সহজ উপায় কী?
উত্তর: ছেলের নাম ‘গড' রাখলেই হবে ।
৮৭। ১০০ এবং ১০০০-এর মধ্যে পার্থক্য কী?
উত্তর: ১ শূন্য ।
৮৮। সবচেয়ে স্মার্ট প্রাণী কোনটি?
উত্তর: জিরাফ । তার বুদ্ধি সবচেয়ে উঁচুতে।
৮৯। কোন রিং চার-কোণা ?
উত্তর: বক্সিং রিং ।
৯০। প্রথম টেলিফোন আবিষ্কারের আগে কোনটি বেশি জরুরি ছিল?
উত্তর: ২য় টেলিফোন তৈরি করা ।
৯১। আপনি বিছানায় যান কেন?
উত্তর: কারণ বিছানা আপনার কাছে আসতে পারে না বলে ।
৯২। ক্যাঙ্গারু বৃষ্টির দিন পছন্দ করে না কেন?
উত্তর: বাচ্চারা থলের ভেতর সাঁতার কাটতে চায় বলে ।
৯৩। শিক্ষার্থীরা স্মৃতিশক্তি ধরে রাখার জন্য কী করতে পারে ?
উত্তর: মাথায় গু লাগাতে পারে ।
৯৪। কোনটি ওপরে ওঠে, নিচে নামে, কিন্তু চলে না?
উত্তর: সিঁড়ি।
৯৫। অতিরিক্ত, অধিক— এই শব্দগুলোকে মাত্র ২টি বর্ণে কীভাবে প্রকাশ করা যায়?
উত্তর: XS (excess)
৯৬। বইটি আগে শুধু বড়লোকেরাই ব্যবহার করত। এখন সবাই ব্যবহার করে । কিন্তু বইটি বুক শপে পাওয়া যায় না, এমনকি লাইব্রেরিতেও নেই । কী বই এটি?
উত্তর: ফোন বুক ।
৯৭। আদমের ফেবারিট লাভ সং কোনটি?
উত্তর: দেয়ার ইজ ওনলি ওয়ান গার্ল ইন দ্য ওয়ার্ল্ড ফর মি ।
৯৮। লোকটি মনে-প্রাণে চায় তার কথা সবাই শুনুক । কিন্তু যখন সে মনোযোগ দিয়ে বলতে শুরু করে তখন অনেকেই সে কথা শোনে না । লোকটি কে?
উত্তর: শিক্ষক ।
৯৯। নরখাদক কে?
উত্তর: যে রেস্টুরেন্টে গিয়ে ‘ওয়েটার' খাওয়ার জন্য অর্ডার করে ।
১০০। ব্যাটম্যান যদি ক্রিকেটার হতো তালে তার নাম কী হতো?
উত্তর: ব্যাটসম্যান ।
১০১। নাক কী?
উত্তর: মুখমণ্ডলের কেন্দ্র ।
১০২। ইংরেজি ভাষায় সবচেয়ে দীর্ঘ শব্দ কোনটি?
উত্তর: Smiles. শুরু এবং শেষের বর্ণের মধ্যে একটা মাইল আছে ।
১০৩। নাপিত কী?
উত্তর: এ হেড গার্ডেনার ।
১০৪। স্মৃতিশক্তি কী?
উত্তর: মাঝে মাঝে যা আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা ভুলে গেছি!
১০৫। মানুষ কেন ভবিষ্যদ্বাণী করে?
উত্তর: যখন সে অনুভব করে এ ছাড়া তার কোনো ভবিষ্যৎ নেই ।
১০৬। কার ২টি হাত আছে কিন্তু লিখতে পারে না, কিছু বলতে গিয়েও বলতে পারে না?
উত্তর: ঘড়ি ।
১০৭। একজন চাকরিজীবী ডেস্কের ওপর ঘড়ি রাখে কেন?
উত্তর: সে ওভারটাইম করতে চায় ।
১০৮। কোন ধরনের পড়া অজ্ঞান করে, কিন্তু ক্ষতি করে না ।
উত্তর: ঘুমিয়ে পড়া ।
১০৯। কী পানির ভেতর দিয়ে যেতে পারে, কিন্তু ভিজে যায় না ।
উত্তর: আলো ।
১১০। ঘুমাতে যাওয়ার আগে আপনি কোন জিনিসটি সবার শেষে নেন?
উত্তর: মেঝে থেকে পা ।
১১১। বানরের লেজ থাকে কেন?
উত্তর: যাতে আপনার সাথে পার্থক্য থাকে তাই ।
১১২। এমন একটা জিনিসের কথা বলুন যা ছোটরা পারে কিন্তু বয়স্করা পারে না?
উত্তর: লম্বা হওয়া ।
১১৩। জাল কীভাবে তৈরি হয়?
উত্তর: অনেকগুলো ছিদ্রযুক্ত সুতা একসাথে সেলাই করে ।
১১৪। মগজে ঘিলু না থাকলেও কার ডিগ্রী আছে?
উত্তর: থার্মোমিটারের।
১১৫। কোথায় ঢোকা সহজ কিন্তু বেরিয়ে আসা কঠিন?
উত্তর: মাঘের শীতে লেপের নিচ থেকে ।
১১৬। ডিম কাকে বলে?
উত্তর: ডিম হলো না জন্মানো পাখির বাচ্চা ।
১১৭। শত্রুকে কীভাবে বশ করা যাবে?
উত্তর: টাকা ধার দিয়ে অথবা নির্ভেজাল প্রশংসা করে ।
১১৮। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। মানুষের পাওয়ার হাউস কী?
উত্তর: টাকা ।
১১৯। বিশ্বস্ত দুই বন্ধুর নাম বলুন?
উত্তর: বুড়ো কুকুর এবং টাকা ।
১২০। ইতিহাস পড়ে যারা তারা ছাত্র, ইতিহাস পড়ায় যারা তারা শিক্ষক । আর ইতিহাস যে বিকৃত করে?
উত্তর: তিনি রাজনীতিবিদ
১২১। পৃথিবীটা কী দিয়ে তৈরি?
উত্তর: তিনটি অক্ষর দিয়ে ।
১২২। একটি শিশু-এর বহুবচন কী?
উত্তর: যমজ শিশু ।
১২৩। কঙ্কাল কী?
উত্তর: যার ভেতরটা আছে, বাইরেরটা নেই ।
১২৪। সফল পুরুষ কারা?
উত্তর: যারা স্ত্রীর ব্যয় থেকে আয় বেশি করে ।
১২৫। একজন সফল স্ত্রীর উদাহরণ দিন তো?
উত্তর: যে স্ত্রী স্বামীর আয়ের চেয়ে ব্যয় বেশি করে ।
১২৬। চাঁদ এবং সূর্যের মধ্যে কার প্রয়োজন বেশি?
উত্তর: চাঁদের, কারণ দিনের বেলা তো আলো থাকেই ।
১২৭। জিরাফের গলা এত লম্বা কেন?
উত্তর: ওদের শরীর থেকে মাথা অনেক দূরে যে!
১২৮। ১২৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর ।
১১৯। প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতি নন অথচ দেশের সবাই তার কথা মনোযোগ দিয়ে শোনে- তিনি কে?
উত্তর: সংবাদপাঠক ।
১৩০। বিদ্যুৎ এবং বজ্রপাতের মধ্যে পার্থক্য কী?
উত্তর: বিদ্যুৎ-এর জন্য বিল দিতে হয় । বজ্রপাতের জন্য হয় না ।
১৩১। ট্রান্সলেশন করুন— মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে?
উত্তর: মিস আন্ডারস্ট্যান্ডিং।
১৪০। উলুকেরা কি বিয়ে করে ?
উত্তর: হ্যাঁ, উলুকেরাই বিয়ে করে ।
১৪১। হঠাৎ আপেলগাছ থেকে আপেল পড়তে দেখে নিউটনের মনে সর্বপ্রথম কোন প্রশ্নটি এসেছিল?
উত্তর: আপেলগাছে আঙ্গুর হয় না কেন?
১৪২। বাচাল মানুষের কোন অঙ্গটি কোনো কাজেই লাগে না?
উত্তর: কান ।
১৪২। অন্ধের স্ত্রী কেন সাজে?
উত্তর: বলা যাবে না । অফ দ্য রেকর্ড ।
আর্টিকেলের শেষকথাঃ আমাদের আজকের রোমান্টিক ধাঁধা উত্তর সহ ছবি দিয়েছি। আপনারা এই ছবি গুলো দেখতে ও পড়তে পারবেন। আশা করি বাংলা বুদ্ধির ধাঁধা উত্তর সহ লেখা গুলো আপনাদের ভালো লেগেছে। যদি আজকের এই আরটিকেল টি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। জটিল অংকের ধাঁধা উত্তর সহ আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের এই আর্টিকেলের লিংক।