আলালের পরিচয় দাও

আলালের পরিচয় দাও 

আলালের পরিচয় দাও
আলালের পরিচয় দাও 

উত্তর : মনসুর বয়াতি রচিত, দীনেশচন্দ্র সেন সংকলিত “মৈমনসিংহ গীতিকার অন্তর্গত 'দেওয়ানা মদিনা' পালাতে প্রকৃত নায়কোচিত গুণাবলি ধারণ করে আছে আলাল। কেবল জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবেই নয়- তার দৃঢ়চিত্ততা, দূরদর্শিতা, বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব এ গাথার চরিত্র উদ্ভাবনার ক্ষেত্রে উজ্জ্বল প্রাপ্ত। 

জয়াদের হাত থেকে প্রাণরক্ষার পর দুভাইয়ের চরিত্র ভিন্ন ভিন্ন ধারায় প্রবাহিত হয়েছে। দুলালকে রক্ষা করার জন্য সে নিজের জীবন দিতেও পিছপা হয় নি। আলালপরিস্থিতিকে মেনে নেয়ার মধ্য দিয়ে অদূরদর্শী ও নৈরাশ্যবাদী। 

উদ্দেশ্য চরিতার্থতার জন্য কাজলকান্দার হীরাধরের বাড়ি থেকে পলায়নের মধ্যে আলালের সংকল্পপূর্ণ মানসিকতাই সক্রিয় ছিল। পরবর্তীকালে দেওয়ান সেকেন্দারের গৃহে পারিশ্রমিকবিহীন শ্রমদানের ঘটনায়ও তার দূরদর্শী পরিকল্পনার প্রকাশ ঘটে। 

বিমাতার ষড়যন্ত্রের প্রতিশোধ এবং রাজ্য পুনরুদ্ধারের সংকল্প বাস্তবায়নের জন্য আলাল যে পরিকল্পনা গ্রহণ করে, তাও অত্যন্ত নিখুঁত। এক্ষেত্রে তার দক্ষ কূটনীতিক মানসিকতার পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে। 

রাজ্যজয়ের পর কনিষ্ঠভ্রাতাকে অনুসন্ধান ও উদ্ধার করে আলাপ তাকে দেওয়ানির অংশীদার করে। তবে সকল গুণের সমাবেশ ঘটলেও আলাল চরিত্রটি নির্দ্বন্দ্ব ও দ্বিধাহীন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ