আল বেরুনী সম্পর্কে কি জান
আল বেরুনী সম্পর্কে কি জান
আল বেরুনী কে ছিলেন? তাঁর সংক্ষিপ্ত পরিচয় দাও। |
উত্তর : আল বেরুনী ছিলেন মাহমুদ গজনীর সভাপণ্ডিত। মাহমুদ গজনীর পূর্বে ভারতবর্ষের লিখিত ইতিহাস নেই । মাহমুদের পরে প্রতিযুগে নানা ভূগোল, নানা ইতিহাস লেখা হয়েছে।
কিন্তু আমাদের জ্ঞান-অজ্ঞানের শক্ত জমি চোরাবালির উপর আর কোনো ইতিহাসের তাজমহল খাড়া করা হয় না। মাহমুদের ইতিহাস নতুন করে বলার প্রয়োজন নেই। কিন্তু তাঁর সভাপণ্ডিত আল বেরুনীর নাম করতে হয়। পৃথিবীর ইতিহাসে ছয়জন পণ্ডিতের নাম করলে আল বেরুনীর নাম করতে হয়।
সংস্কৃত-আরবি, অভিধান ব্যাকরণ সে যুগে ছিল না আল বেরুনী ও ভারতীয় ব্রাহ্মণগণের মধ্যে কোনো মাধ্যম ভাষা ছিল না। তা সত্ত্বেও এ মহাপুরুষ কি করে সংস্কৃত শিখে, হিন্দুর জ্ঞানবিজ্ঞান, দর্শন, জ্যোতিষ, কাব্য, অলঙ্কার, পদার্থবিদ্যা, রসায়ন সম্বন্ধে ‘তহকীক-ই-হিন্দ' নামক বিরাট গ্রন্থ লিখতে সক্ষম হয়েছিলেন সে এক অবিশ্বাস্য প্রহেলিকা।
একাদশ শতাব্দীতে আল বেরুনী ভারতবর্ষের সংক্ষিপ্ত বিশ্বকোষ লিখেছিলেন- প্রত্যুত্তরে আজ পর্যন্ত কোনো ভারতীয় আফগানিস্তান সম্বন্ধে পুস্তক লেখেন নি। এক দারশীকুহ ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আরবি ও সংস্কৃতে এ রকম অসাধারণ পাণ্ডিত্য দেখাতে পারেন নি। এ বিংশ শতকেই ক'টি লোক সংস্কৃত আরবি দুই-ই জানেন আঙুলে গুণে বলা যায়। আল বেরুনীর পাণ্ডিত্য বিশ্বখ্যাত।