লোককথা বলতে কী বোঝায়
লোককথা বলতে কী বোঝায়
লোককথা বলতে কী বোঝায় |
উত্তর : লোককথা : Folktale-এর বাংলা লোককথা। লোককথা বললে সেখানে কাহিনী গৌণ হয়ে পড়ে, ফলে লোককথা বলতে লোককাহিনীকেই বোঝায়, যার প্রাণই হলো কাহিনী । কাহিনী ছাড়া লোককাহিনী হয় না। তবে কিছু কিছু কাহিনী কথা হিসেবে প্রচলিত আছে যেমন রূপকথা, উপকথা, ব্রতকথা— তাই তাকে লোককথাও বলা হয়।
যে লোকসাহিত্যের মধ্যে কাহিনী আছে, যা মুখ্যত বর্ণনাত্মক যার মধ্যে লৌকিক ও অলৌকিক ঘটনা পাশাপাশি বিদ্যমান, আকাশ, মাটি, চন্দ্র-সূর্য, স্বর্গ-নরক, জলস্থল, মহাশূন্য, পাতাল এক সহজ নৈকট্যে আবদ্ধ, দুস্তর ও সুদূরের ব্যবধান যেখানে সহজেই অতিক্রমণীয়, যে কথা বা কাহিনীতে মানুষ, পশুপাখি, কীটপতঙ্গের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়, ভাষার বোধগম্যতা যেখানে কোনো সমস্যা নয়, জাদু শক্তির প্রভাব, দৈত্য- দানবের কার্যকলাপ, খলচরিত্রের প্রয়াস, নায়ক চরিত্রের উত্থান-পতন, নায়কের সাহায্যকারী শক্তির ভূমিকা ইত্যাদি উপস্থিত থাকে, সেগুলোই লোককথা (লোককাহিনী)।
লোককথায় কাহিনী বাস্তব থেকে কল্পনায় ও কল্পনা থেকে বাস্তবে অনায়াসে যাতায়াত করে। এখানে বর্বরতা, হিংসা, শঠতা, পাশবিক আচরণ, কুটিলতা, ষড়যন্ত্র, নৃশংসতা, খলত্ব ইত্যাদির পাশাপাশি নানাবিধ মহানুভবতা বিদ্যমান।
ভীরুতার সাথে বীরত্ব ও সৌর্যবীর্য, ধূর্ততার সাথে ক্ষমতার আদর্শ প্রেমের মহিমা, কাহিনীর গতিকে দুর্বার করে তোলে । লোককথা বিভিন্ন ধরনের— পুরাকাহিনী, কিংবদন্তি, উপকথা, প্রাণীকথা, ভৌতিক লোককথা, বোকাদের লোককথা, হাস্যকৌতুকময় লোককথা, শিকল-কাহিনী, ব্রতকথা, লোকগল্প ইত্যাদি।