কালকেতুর ভোজন অবলম্বনে কালকেতুর ভোজনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও

কালকেতুর ভোজন অবলম্বনে কালকেতুর ভোজনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও

কালকেতুর ভোজন অবলম্বনে কালকেতুর ভোজনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও
কালকেতুর ভোজন অবলম্বনে কালকেতুর ভোজনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও

উত্তর: বীর কালকেতু যেমন শুঁড় ধরে আছড়ে হাতি বধ করে, তাড়িয়ে হরিণ ধরে অর্থাৎ শিকারে সে যেমন পটু তেমনি ভোজনপটুও। দীর্ঘ গোঁফ ঘাড়ে পেঁচিয়ে সে খেতে শুরু করে – প্রথমে এক শ্বাসেই সাত হাঁড়ি আমানি খেয়ে ফেলে। 

চার হাঁড়ি খুদের জাউ, লাউ মিশ্রিত মুসরীর সুপ খায় ছয় হাঁড়ি, দুই তিন ঝুড়ি পোড়া আলু ও গুল খায় এবং কিছু আমড়া ও করমচা। 

অম্বল সবটাই সাবাড় করে ফুররার কাছে আরও চায়। অতঃপর এক হাঁড়ি দধি দিয়ে কিছু অন্ন খায়। তে-আটিয়া তালের পরিমাণ গ্রাস তুলে এহেন পরিমাণ শেষে হরীতকী খেয়ে মুখ শোধন করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ