কালকেতুর ভোজন অবলম্বনে কালকেতুর ভোজনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও
কালকেতুর ভোজন অবলম্বনে কালকেতুর ভোজনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও
কালকেতুর ভোজন অবলম্বনে কালকেতুর ভোজনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও |
উত্তর: বীর কালকেতু যেমন শুঁড় ধরে আছড়ে হাতি বধ করে, তাড়িয়ে হরিণ ধরে অর্থাৎ শিকারে সে যেমন পটু তেমনি ভোজনপটুও। দীর্ঘ গোঁফ ঘাড়ে পেঁচিয়ে সে খেতে শুরু করে – প্রথমে এক শ্বাসেই সাত হাঁড়ি আমানি খেয়ে ফেলে।
চার হাঁড়ি খুদের জাউ, লাউ মিশ্রিত মুসরীর সুপ খায় ছয় হাঁড়ি, দুই তিন ঝুড়ি পোড়া আলু ও গুল খায় এবং কিছু আমড়া ও করমচা।
অম্বল সবটাই সাবাড় করে ফুররার কাছে আরও চায়। অতঃপর এক হাঁড়ি দধি দিয়ে কিছু অন্ন খায়। তে-আটিয়া তালের পরিমাণ গ্রাস তুলে এহেন পরিমাণ শেষে হরীতকী খেয়ে মুখ শোধন করে।