দেবী চণ্ডী পশুদেরকে অভয় দিয়ে কী উপায় করল ?
দেবী চণ্ডী পশুদেরকে অভয় দিয়ে কী উপায় করল ?
দেবী চণ্ডী পশুদেরকে অভয় দিয়ে কী উপায় করল ? |
উত্তর: বীর কালকেতু একে একে সব পশুকে নিধন করে। তারা কোনভাবেই কালকেতুর সাথে পেরে উঠছে না। তাই তারা দেবীর কাছে তাদের অসহায়ত্বের কথা জানায়।
দেবী তাদেরকে অভয় দিয়ে নিজে স্বর্ণগোধিকা রূপ ধারণ করে কালকেতুর বনের মধ্যে প্রবেশ পথে অবস্থান নেয়। স্বর্ণগোধিকা মূলত কুযাত্রিক। কোন পশু কালকেতু না পেয়ে শেষে গোধিকা পুড়িয়ে খাবে বলে তাকে ধরে নিয়ে যায়।