দেবী কীভাবে এবং কোন উদ্দেশ্যে কালকেতুর ঘরে আসে
দেবী কীভাবে এবং কোন উদ্দেশ্যে কালকেতুর ঘরে আসে?
দেবী কীভাবে এবং কোন উদ্দেশ্যে কালকেতুর ঘরে আসে |
উত্তর: স্বর্ণগোধিকা রূপে বনের মধ্যে প্রবেশ পথে দেবী চণ্ডী কালকেতুর সামনে পড়ে। বনের মধ্যে ওদিন কোন শিকার মেলে না। ফেরার পথে আবার গোধিকা কালকেতুর সামনে পড়ায় তাকে গামছায় বেঁধে বাড়ি এনে কালকেতু বাজারে চলে যায়।
ফুল্লরা তখন বাড়ি ছিল না। ইত্যবসরে দেবী ষোড়শী রূপ ধারণ করে। অর্থাৎ স্বর্ণ গোধিকা রূপে দেবী কালকেতুর বাড়িতে আসে। দেবী মর্ত্যবাসীর কাছে পূজা চায়।
তাই কালকেতুকে আশ্রয় করে দেবী পূজা পেতে চায়। দেবী কালকেতুকে ধনে মানে সম্মানীয় করে তুলবে এবং কালকেতু দেবী চণ্ডীর পূজার আয়োজন করবে— এ উদ্দেশ্যেই তার কালকেতুর বাড়িতে আসা ।