পেশাদার সমাজকর্মের বিকাশে আমেরিকার দান সংগঠন সমিতির ভূমিকা আলোচনা কর
পেশাদার সমাজকর্মের বিকাশে আমেরিকার দান সংগঠন সমিতির ভূমিকা আলোচনা কর
প্রশ্ন ২.৩০ | পেশাদার সমাজকর্মের বিকাশে আমেরিকার দান সংগঠন সমিতির ভূমিকা আলোচনা কর ।
অথবা, পেশাদার সমাজকর্মের বিকাশে আমেরিকার দান সংগঠন সমিতির অবদান বর্ণনা কর ।
উত্তর ভূমিকা : বর্তমান সমাজকর্মের এ প্রতিষ্ঠিত ও পেশাগত রূপ একদিনে আসেনি। নানা ঘটনা ও চড়াই-উতরাই পেরিয়ে সমাজকর্ম আজকের এ মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছে। পেশাগত সমাজকর্মের ধারণা ও পদ্ধতি বিকাশের ক্ষেত্রে কতকগুলো ঘটনা ও প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমাজকর্মের ধারণা ও পদ্ধতি বিকাশ ও প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদানকারী এমন একটি প্রতিষ্ঠানের নাম দান সংগঠন সমিতি । আমেরিকায় প্রতিষ্ঠিত দান সংগঠন সমিতির আদর্শ, দর্শন ও মূল্যবোধ পেশাগত সমাজকর্মের ভিত্তি স্থাপনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে ।
পেশাদার সমাজকর্মের বিকাশে আমেরিকার দান সংগঠন সমিতির ভূমিকা আলোচনা কর |
পেশাদার সমাজকর্মের বিকাশে আমেরিকার দান সংগঠন সমিতির ভূমিকা : নিম্নে পেশাদার সমাজকর্মের বিকাশে আমেরিকার দান সংগঠন সমিতির অবদান আলোচনা করা হলো-
১. পেশাদার সমাজকর্মের ভিত্তি স্থাপন : পেশাদার সমাজকর্মের ভিত্তি স্থাপনে দান সংগঠন সমিতির দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। COS তার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে লক্ষ করল স্বেচ্ছাসেবী কর্মীদের প্রশিক্ষণ থাকলে সেবাকার্যক্রমকে আরও ফলপ্রসূভাবে পরিচালিত করা যায় । COS এর এ দর্শনকে গ্রহণ করে সাহায্য ব্যবস্থা ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণের ওপর জোর দিয়ে প্রস্তাব উত্থাপন করেন এনা এল. ডয়েস।
তার প্রস্তাবের ভিত্তিতে ম্যারি রিচমন্ড "Training School for Applied Philanthropy' প্রতিষ্ঠা করা হয়। এখান থেকে সমাজকর্মের ওপর ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। সাহায্যার্থীর সমস্যা কার্যকরভাবে মোকাবিলার জন্য প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে। পেশাদার সমাজকর্মীরা এ ধারণা লাভ করেছে দান সংগঠন সমিতির স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কার্যক্রম থেকে। অর্থাৎ সমাজকর্ম সেবাকে ফলপ্রসূভাবে পরিচালিত করার জন্য প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয় দান সংগঠন সমিতির আদর্শের ভিত্তিতে।
২. পুনর্বাসনমূলক কর্মসূচি : পেশাগত সমাজকর্মের অন্যতম মূল্যবোধ হচ্ছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাহায্যার্থীর সক্ষমতার বিকাশ সাধন করে তাকে সামাজিকভাবে পুনর্বাসিত করা। আর এ জাতীয় পুর্নবাসনমূলক কার্যক্রমের প্রথম লক্ষ্য দান সংগঠন সমিতিতে। দান সংগঠন সমিতি বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে নির্ভরশীল জনগোষ্ঠীর পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করে। তাই বলা যায়, পেশাগত সমাজকর্মের অন্যতম কর্মসূচি পুনর্বাসনমূলক কর্মসূচি গ্রহণে দান সংগঠন সমিতি পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে।
৩. পত্রিকা প্রকাশ : বিশ্বের স্বীকৃত সব পেশায় তাদের মুখপত্র হিসেবে একটি পেশাগত পত্রিকা আছে। স্বীকৃত ও সমাদৃত পেশা হিসেবে পেশাগত সমাজকর্মের একটি পত্রিকা হচ্ছে 'Charities Review' যা প্রথম ১৮৯১ সালে দান সংগঠন সমিতি থেকে প্রকাশ করা হয়। অর্থাৎ পেশাগত সমাজকর্মের মুখপাত্র 'Charities Review' COS প্রথম প্রকাশ করে সমাজকর্মের পেশাগত সমৃদ্ধিকে বাড়িয়েছে বহুগুণে। এ পত্রিকাটি দীর্ঘ ১১ বছর দারিদ্র্য ও সাহায্যসংক্রান্ত বিভিন্ন লেখনী প্রকাশ করে সবার স্বাভাবিক সচেতনতা বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তীতে ১৯১০ সালে সমমনা সব পত্রিকার সমন্বয়সাধন করে প্রকাশ করা হয় "The Survey' নামক পত্রিকা ।
৪. অনুসন্ধানমূলক কার্যক্রম : আমেরিকার দান সংগঠন সমিতির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সাহায্যের জন্য আবেদনকারীর প্রকৃত অবস্থা জেনে তার জন্য উপযুক্ত সাহায্য কার্যক্রম গ্রহণ করা। যাতে সে স্বাবলম্বী হয়ে নিজের সমস্যা নিজেই মোকাবিলা করতে সক্ষম হয়। এর মাধ্যমে সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। COS এর এ স্বাবলম্বিতা ও সম্পদের সদ্ব্যবহার নীতি পেশাগত সমাজকর্মের ধারণা বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। COS এর এ শিক্ষা দেখে পেশাগত সমাজকর্মীরা সাহায্যার্থীর সমস্যার মূল কারণ অনুসন্ধানের মাধ্যমে বের করে তার জন্য সর্বোত্তম ব্যবস্থাটি গ্রহণ করে।
৫. ব্যক্তি সমাজকর্মের ধারণার উদ্ভব : পেশাগত সমাজকর্মের অন্যতম পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম বিকাশে COS অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এ প্রসঙ্গে R. A. Skidmore বলেন, ১৮৭৭ সালে COS প্রতিষ্ঠা লাভ করেছে এবং এর মাধ্যমে ব্যক্তিস্বাতন্ত্র্যীকরণ নীতি ও ব্যক্তি সমাজকর্মের ভিত্তি রচিত হয়েছে। মূলত COS এর পারিবারিক পরিদর্শক সাহায্যার্থীকে একক হিসেবে বিবেচনা করে তার যাবতীয় বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের শিক্ষা থেকে কর্মসূচি গ্রহণ করে আর ব্যক্তি সমাজকর্মের মূল দর্শনও শিক্ষা ।
৬. সমষ্টি সংগঠন পদ্ধতির বিকাশ : COS সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সামষ্টিক কল্যাণে বিশ্বাসী যা পেশাগত সমাজকর্মের অন্যতম মৌলিক পদ্ধতি Community Organization বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এ প্রসঙ্গে A. E. Fink and Etal, "The development Within the respect to the trends toward individualization and Community organization must necessarily be dealt with here." তাই বলা যায়, দান সংগঠন সমিতির কার্যক্রম সমষ্টি সংগঠন পদ্ধতির বিকাশ ঘটায় ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, পেশাগত সমাজকর্মের একেকটা ধারণা, দর্শন, মূল্যবোধ, মূলনীতি ও পদ্ধতি বিকাশলাভ করেছে মূলত আলাদা আলাদা ঘটনার পরিপ্রেক্ষিতে। পেশাগত সমাজকর্মের ধারণাসমূহ জন্ম, বিকাশ ও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি, ঘটনা ও সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দান সংগঠন সমিতি ছিল তেমন একটি সংগঠন যা পেশাগত সমাজকর্মের অনেক ধারণা ও পদ্ধতির বিকাশ ও প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে ।