কাশীরাম দাস কে ছিলেন | কাশীরাম দাসের পরিচয় দাও

কাশীরাম দাস কে ছিলেন | কাশীরাম দাসের পরিচয় দাও

কাশীরাম দাস কে ছিলেন  কাশীরাম দাসের পরিচয় দাও
কাশীরাম দাস কে ছিলেন  কাশীরাম দাসের পরিচয় দাও

উত্তর: মহাভারতের সবচেয়ে জনপ্রিয় কবি কাশীরাম দাস। যদিও তিনি আঠারো পর্বের মহাভারতের মাত্র সাড়ে তিনটে পর্বই রচনা বা স্বাধীন অনুবাদ করেছিলেন, তবু কথক,গায়েন ও লিপিকরের আনুকূল্যে তিনি লোকপ্রিয় গোটা মহাভারত রচক হিসেবেই গত চারশ বছর যাবৎ সাধারণ্যে পরিচিত। 

উনিশ শতকের গোড়ার দিকে শ্রীরামপুরের মিশনারীরা কাশীরাম দাসের কৃতিরূপেই প্রথম বাংলা মহাভারত মুদ্রিত করে প্রকাশিত করেন। তখন থেকেই আধুনিক শিক্ষিত সমাজও সমগ্র মহাভারত রচনার গৌরব কাশীরাম দাসকেই দান করে থাকেন। কাশীরাম দাস সিদ্ধি গ্রামের কমলাকান্ত দাসের পুত্র। 

তাঁর কনিষ্ঠ ভ্রাতা গদাধর দাসও কবি ছিলেন। কাশীরাম দাস আদি, সভা, বিরাট পর্ব এবং বন পর্বের অংশবিশেষ রচনা করে মৃত্যুবরণ করেন। তাঁর কাব্য রচনাকাল ১৫৯৮-১৬০৫ খ্রিস্টাব্দ। ড. সুকুমার সেন বলেন যে— কাশীরাম দাস সংস্কৃত মহাভারত অনুবাদ করেন নাই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ