ফরায়েজি আন্দোলন বলতে কি বুঝায়
ফরায়েজি আন্দোলন কাকে বলে | ফরায়েজি আন্দোলন বলতে কি বুঝায়
প্রশ্ন ৩.০৫ ফরায়েজি আন্দোলন কী?
অথবা, ফরায়েজি আন্দোলন কাকে বলে?
উত্তর ভূমিকা : ফরায়েজি শব্দটি আরবি 'ফরজ' শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আর 'ফরজ' শব্দটির অর্থ অবশ্যই পালনীয় ইবাদত। এদেশে ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ । তিনি এদেশের মুসলমানদের ফরজ ইবাদত পালনে অনীহা দেখে মনে ব্যথা পান এবং মুসলমানরা যাতে অবশ্যই ফরজ ইবাদতসমূহ পালন করে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন । এটি ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত।
ফরায়েজি আন্দোলন কী ফরায়েজি আন্দোলন কাকে বলে |
* ফরায়েজি আন্দোলন : হাজী শরীয়তুল্লাহ মক্কা নগরীতে অবস্থানকালীন ধর্মবিষয়ক জ্ঞানার্জন ও তা বাস্তবায়নের নিমিত্তে সেখানেই ধর্ম ও সমাজসংস্কারমূলক আন্দোলন কার্যকর করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। ১৮১৮ সালে হাজী শরীয়তুল্লাহ দেশে ফিরে এদেশের মুসলমানদের ফরজ ইবাদতসমূহ পালন করার এবং যাবতীয় কুসংস্কারকে পরিত্যাগ করার আহ্বান জানান।
তিনি মুসলমানদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ইসলামের ফরজসমূহ আদায়ের জন্য নানা উদ্যোগ ও কর্মপন্থা গ্রহণ করেন । এটিই ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত।
ধর্মকে কেন্দ্র করে ফরায়েজি আন্দোলন শুরু হলেও পরবর্তীতে ধর্মীয় গণ্ডি পেরিয়ে রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। বিশেষ করে এদেশের মুসলমানদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে এ আন্দোলন কার্যকরী ভূমিকা পালন করে।
এ আন্দোলন পিরপূজা, মূর্তিপূজা, সমাধিসৌধ নির্মাণ, সমাধিতে ফুল দেওয়াসহ সমস্ত কুসংস্কার ও অনাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। ফরায়েজি আন্দোলন মূলত মক্কাভিত্তিক পরিচালিত 'ওহাবি' ও ভারতের ‘মুহাম্মদি' আন্দোলনের ভাবাদর্শে প্রতিষ্ঠিত ছিল ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ফরায়েজি আন্দোলন হাজী শরীয়তুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মীয় ও সমাজসংস্কারমূলক আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমে কুসংস্কারমুক্ত সমাজ গঠন, শ্রেণি বৈষম্য হ্রাস, ইসলামের ফরজ প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার, স্বাধীনতা আন্দোলনসহ প্রভৃতি উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়েছিল।