ইংল্যান্ডের দান সংগঠন সমিতির গুরুত্ব আলোচনা কর

ইংল্যান্ডের দান সংগঠন সমিতির গুরুত্ব আলোচনা কর 

প্রশ্ন ২.১৮। ইংল্যান্ডের দান সংগঠন সমিতির গুরুত্ব আলোচনা কর।

অথবা, ইংল্যান্ডের দান সংগঠন সমিতির প্রয়োজনীয়তা বর্ণনা কর।

উত্তর ভূমিকা : দান সংগঠন সমিতি সনাতন সমাজকল্যাণ ধারাকে আধুনিক পেশাগত সমাজকর্মের মর্যাদায় উন্নীত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। দান সংগঠন সমিতি কতকগুলো শৃঙ্খলিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অপর নাম, যা সরকারি ও বেসরকারি সাহায্য কার্যক্রমের মধ্যে সমন্বয়সাধন করে সাহায্য ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করে দরিদ্র সাহায্যসংক্রান্ত ব্যয় হ্রাস করতে সক্ষম হয়। সাহায্য ব্যবস্থায় সমন্বয়সাধনে দান সংগঠন সমিতির গুরুত্ব অত্যধিক।

ইংল্যান্ডের দান সংগঠন সমিতির গুরুত্ব আলোচনা কর
ইংল্যান্ডের দান সংগঠন সমিতির গুরুত্ব আলোচনা কর 

● ইংল্যান্ডের দান সংগঠন সমিতির গুরুত্ব : ১৮৬৯ সালে ইংল্যান্ডের ত্রাণ কার্যক্রমে সমন্বয়সাধন করে সাহায্য ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করে দারিদ্র্য পুনর্বাসনে দান সংগঠন সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে ইংল্যান্ডের দান সংগঠন সমিতির গুরত্ব আলোচনা করা হলো-

১. সাহায্য কার্যক্রমের পুনরাবৃত্তি রোধ : দান সংগঠন সমিতি সাহায্য ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করার ক্ষেত্রে অত্যন্ত সফল । 'COS' সাহায্য গ্রহীতাদের নাম নিবন্ধনের পাশাপাশি অনুসন্ধানের ব্যবস্থা করে। ফলে একই সাহায্য একই ব্যক্তি একাধিকবার পাওয়ার সম্ভাবনা ছিল না।

২. সরকারি ব্যয় হ্রাস : অনুসন্ধানের মাধ্যমে সাহায্যপ্রার্থীর প্রকৃত অবস্থা জেনে তার সাহায্য লাভের যোগ্যতা যাচাই করা হয়। অন্যদিকে, দান সংগঠন সমিতি কেন্দ্রীয়ভাবে সাহায্যপ্রার্থীর নাম নিবন্ধনের ব্যবস্থা করে। যার ফলে সে একাধিক জায়গায় সাহায্য পেত না এবং ত্রাণ কার্যক্রমে সরকারি ব্যয় হ্রাস পায় । 

৩. ভুয়া সাহায্য প্রতিষ্ঠান উচ্ছেদ করণ : দান সংগঠন সমিতি অনুসন্ধানের মাধ্যমে ভুয়া ও নামমাত্র প্রতিষ্ঠান খুঁজে বের করে তা উচ্ছেদ করে দিতে সক্ষম হয়।

৪. সরকারি-বেসরকারি সাহায্য কার্যক্রমে সমন্বয়সাধন : 'COS' প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সরকারি ও বেসরকারি সাহায্য সংস্থার মধ্যকার অনর্থক প্রতিযোগিতা বন্ধ করে এবং তাদের কার্যক্রমের মাঝে সমন্বয়সাধন করা। এক্ষেত্রে 'COS' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫. সাহায্য ব্যবস্থায় প্রতিযোগিতা বন্ধ করণ : গির্জা ও মানবহিতৈষী সংস্থাসমূহের মধ্যকার সাহায্যসংক্রান্ত প্রতিযোগিতা বন্ধ করার ক্ষেত্রে দান সংগঠন সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৬. দরিদ্রদের পুনর্বাসন : দান সংগঠন সমিতি কার্যকর সাহায্য ব্যবস্থা প্রবর্তন করে দরিদ্রদের পুনর্বাসনে বিশাল ভূমিকা পালন করে । 

৭. একাধিক প্রতিষ্ঠান থেকে সাহায্য নেওয়া বন্ধ করা : দান সংগঠন সমিতি সাহায্যপ্রার্থীদের নাম নিবন্ধনের ব্যবস্থা করেন। ফলে কেউ একাধিক প্রতিষ্ঠান থেকে সাহায্য লাভ করতে পারত না । 

৮. দরিদ্রদের মানসিক শক্তি বৃদ্ধি : দান সংগঠন সমিতি দরিদ্রদের ত্রাণ সাহায্য প্রদানের পাশাপাশি তাদের দরিদ্র সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন ধরনের আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম গ্রহণ করে। ফলে ব্যক্তি নিজের ও পরিবারের ভরণপোষণে সক্ষম হয়, যা তাদের মানসিক শক্তিকে বাড়িয়ে দেয় ।

৯. পেশাদার ভিক্ষুক উচ্ছেদ : দান সংগঠন সমিতির অনুসন্ধান কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভিক্ষুক ও সাহায্যপ্রার্থীর প্রকৃত অবস্থা যাচাই করে। যার ফলে অনেক পেশাদার ভিক্ষুকের আসল চরিত্র উন্মোচিত হয়।

১০. ব্যক্তি সমাজকর্মের ভিত্তি স্থাপন : দান সংগঠন সমিতির পরিকল্পিত ও সুসংগঠিত সাহায্য কার্যক্রম ব্যক্তি সমাজকর্মের ভিত্তি স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ইংল্যান্ডে প্রতিষ্ঠিত দান সংগঠন সমিতি দরিদ্র সাহায্য কার্যক্রমে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও সাহায্য ব্যবস্থার দ্বৈততা রোধ ও সাহায্যের পুনরাবৃত্তি বন্ধ করে সম্পদের অপচয় রোধ করতে সক্ষম হয়। দান সংগঠন সমিতিকে অস্থিতিশীল সাহায্য ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়। আধুনিক পেশাগত সমাজকর্মের ধারণা বিকাশলাভ করার ক্ষেত্রে দান সংগঠন সমতির আদর্শ, মূলনীতি, দর্শন ও কর্মকৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ