বেগম রোকেয়া কে ছিলেন | বেগম রোকেয়ার পরিচয় দাও
বেগম রোকেয়া কে ছিলেন | বেগম রোকেয়ার পরিচয় দাও
প্রশ্ন ৩.১২ | বেগম রোকেয়া কে ছিলেন?
অথবা, বেগম রোকেয়ার পরিচয় দাও।
উত্তর ভূমিকা : ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা আদায়ে বেগম রোকেয়া একটি অবিস্মরণীয় নাম। তিনি তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করাকে তাঁর জীবনের মহান ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর মেধা ও কর্মতৎপরতা সমাজকে করেছে গোঁড়ামিমুক্ত। নারী অধিকার প্রতিষ্ঠাসহ কুসংস্কার দূরীকরণে তিনি যে অবদান রেখেছেন তা বর্তমান সমাজের মানুষও ভোগ করছে।
বেগম রোকেয়া কে ছিলেন বেগম রোকেয়ার পরিচয় দাও |
● বেগম রোকেয়ার পরিচয় : বেগম রোকেয়া ১৮৮০ সালে ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জহির উদ্দিন মুহাম্মদ আবু আলি সাবের এবং মাতার নাম রাহাতুন্নেছা চৌধুরানি। বেগম রোকেয়ার যখন জন্ম হয় তখন তৎকালীন নারীসমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল । মেয়েদের জন্য ইংরেজি ও বাংলা ভাষা চর্চা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি বেগম রোকেয়ার পিতাও ছিলেন নারী শিক্ষার ঘোরবিরোধী।
বেগম রোকেয়া ঘরে বসেই তাঁর ভাইয়ের সাহায্যে বাংলা ও ইংরেজি শিক্ষা গ্রহণ করেন। বিয়ের পর তাঁর স্বামী সাখাওয়াত হোসেনের অনুপ্রেরণায় তিনি আরও অধিক শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পান। তাঁর স্বামী তাকে সাহিত্য চর্চা ও নারী কল্যাণে কাজ করার জন্য তাকে উৎসাহিত করতো। ১৯০৯ সালে ৩ মে সাখাওয়াত হোসেন মারা গেলে বেগম রোকেয়ার জীবনে ছন্দপতন ঘটে। বেগম রোকেয়া প্রথম মুসলিম মহিলা যিনি শিক্ষারবিস্তার ও অধিকার আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা করেন।
এতে তিনি বিভিন্নভাবে বাধার সম্মুখীন হলেও তাঁর কাজ তিনি চালিয়ে যান এবং সফলও হন । বাংলার নারীদের শিক্ষার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এ উদ্দেশ্য আদায়ে নারী শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছেন। সাহিত্যকর্মের মাধ্যমে বেগম রোকেয়া নারীসমাজের উন্নয়ন করেছেন সবচেয়ে বেশি। নারী আন্দোলনের অবিসংবাদী নেত্রী বেগম রোকেয়া ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতীয় উপমহাদেশের সমাজসংস্কার আন্দোলন আকাশে বেগম রোকেয়া একটি উজ্জ্বলতম নক্ষত্র । তিনি তাঁর মেধা ও মনন দিয়ে নারীসমাজের সার্বিক উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। আজকের নারীরা যে তুলনামূলক অধিক অধিকার ভোগ করছে তার ভিত্তিমূল স্থাপন করেছিলেন বেগম রোকেয়া।