সমাজকর্মের সাথে অর্থনীতির পার্থক্য আলোচনা কর

  ১.১১ | অর্থনীতি বলতে কী বুঝ? সমাজকর্মের সাথে অর্থনীতির পার্থক্য আলোচনা কর।

অথবা, অর্থনীতির সংজ্ঞা দাও। সমাজকর্মের সাথে অর্থনীতির বৈসাদৃশ্য ব্যাখ্যা কর ।

উত্তর ভূমিকা : সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা অর্থনীতি যা মানুষের অর্থনৈতিক জীবনের সাথে সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের বিজ্ঞানভিত্তিক আলোচনা করে থাকে। অর্থনৈতিক কর্মকাণ্ড নিঃসন্দেহে মানুষের জীবনযাত্রার এক অপরিহার্য ও অবিচ্ছেদ্য অঙ্গ। সেই আদিকাল হতেই অর্থনৈতিক কর্মকাণ্ডের অস্তিত্ব লক্ষ করা যায় এবং বর্তমানে মানুষের জীবনযাত্রার অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব যে কতখানি তা বলার অপেক্ষা রাখে না।


সমাজকর্মের সাথে অর্থনীতির পার্থক্য আলোচনা কর
সমাজকর্মের সাথে অর্থনীতির পার্থক্য আলোচনা কর

সমাজকর্মের সাথে অর্থনীতির পার্থক্য : সমাজকর্ম ও অর্থনীতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলেও উভয়ের মধ্যে পার্থক্যও পরিলক্ষিত হয়। নিম্নে এ দুই শাখার মধ্যে পার্থক্য আলোচনা করা হলো-

১. পরিধিগত : সমাজকর্মের বৃহত্তর পরিধিতে মানবকল্যাণের সাথে সংশ্লিষ্ট সব বিষয়ই এর অন্তর্ভুক্ত, পাশাপাশি অর্থনীতি শুধুমাত্র অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। তাই সমাজকর্মের পরিধি অর্থনীতির তুলনায় ব্যাপক ও বহুমাত্রিক।

২. বিজ্ঞান হিসেবে : অর্থনীতি মূলত মৌলিক বা সামাজিক বিজ্ঞান। আবার সমাজকর্ম ব্যবহারিক, প্রায়োগিক ও সামাজিক বিজ্ঞান । 

৩. দৃষ্টিভঙ্গিজনিত : সমাজকর্ম সমস্যা সমাধানে, বিশ্লেষণে একমুখী ও বহুমুখী দৃষ্টিভঙ্গির অবতারণা করে। কিন্তু অর্থনীতি একমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে থাকে ।

৪. নীতিনৈতিকতা : সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে নীতিনৈতিকতা বিষয়টি মেনে নিয়ে কাজ করতে হয় । কিন্তু অর্থনীতিতে নীতিনৈতিকতার প্রশ্নটি অনেকটাই গৌণ ।

৫. পদ্ধতিগত : সমাজকর্ম ব্যবহারিক বিজ্ঞান হিসেবে মানুষের কল্যাণ আনয়নে কতকগুলো নিজস্ব পদ্ধতি প্রয়োগ করে থাকে। অন্যদিকে, অর্থনীতি তাত্ত্বিক বিজ্ঞান হওয়ায় তেমন কোনো নিজস্ব পদ্ধতি কৌশল নেই, যার মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব প্রয়োগ করা যায়।

৬. সাংস্কৃতিক : অর্থনীতি মূলত সংস্কৃতিগত দিক নিয়ে আলোচনা করে । অন্যদিকে, সমাজকর্ম বস্তুগত ও অবস্তুগত উভয় সাংস্কৃতিক দিক নিয়েই আলোচনা করে ।

৭. কল্যাণ : অর্থনীতি কল্যাণমূলক অর্থনীতির মাধ্যমে মানব সেবার কার্য পরিচালনা করে যা মানুষকে ক্রমান্বয়ে আত্মনির্ভরশীলতার দিকে ধাবিত করে। অন্যদিকে, সমাজকর্ম মানুষের বহুমুখী সেবার মাধ্যমে কল্যাণসাধন করে থাকে ।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সমাজকর্ম ও অর্থনীতি সামাজিক বিজ্ঞানের শাখা হলেও উভয়ের কার্যক্রমগত দিক থেকে ব্যাপক পার্থক্য বিদ্যমান। যা সমাজকর্ম ও অর্থনীতিকে পৃথক স্বতন্ত্রতা প্রদান করেছে। তবে অর্থনীতি ও সমাজকর্মের মধ্যে পার্থক্য থাকলেও উভয়ই ম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ