সেটেলমেন্ট হাউজ কী | বসতি আন্দোলন বলতে কি বুঝায়

সেটেলমেন্ট হাউজ কী | বসতি আন্দোলন বলতে কী বুঝ

প্রশ্ন ২.২৩ | সেটেলমেন্ট হাউজ কী? 

অথবা, বসতি আন্দোলন বলতে কী বুঝ?

উত্তর ভূমিকা : আমেরিকার দরিদ্র ও ত্রাণ সাহায্য কার্যক্রম অধিকাংশই ইংল্যান্ডের অনুসরণ ও অনুকরণে গড়ে ওঠে। ঠিক এমনি একটি কার্যক্রম হচ্ছে সেটেলমেন্ট হাউজ। আমেরিকার সেটেলমেন্ট হাউস নতুন কোনো ধারণা বা আন্দোলনের নাম নয় । এটিতে ইংল্যান্ডের গৃহীত ব্যবস্থাই আমেরিকাতে পুনঃপ্রবর্তন করা হয়। ঊনবিংশ শতাব্দীরা একে বারে শেষার্ধে শিল্পবিপ্লবসংক্রান্ত জটিলতা মোকাবিলার জন্য সেটেলমেন্ট হাউজ প্রতিষ্ঠা করা হয়।

সেটেলমেন্ট হাউজ কী বসতি আন্দোলন বলতে কী বুঝ
সেটেলমেন্ট হাউজ কী | বসতি আন্দোলন বলতে কী বুঝ

● সেটেলমেন্ট হাউজ : আমেরিকাতে সেটেলমেন্ট হাউজ প্রতিষ্ঠা করা হয় ১৮৮৭ সালে। এ সময়কালটা শিল্পবিপ্লবের ঠিক পরবর্তী সময়কে নির্দেশ করে । এসময়ে শিল্পবিপ্লবসংক্রান্ত' কতকগুলো নতুন জটিলতা মানুষের বিবেককে নাড়িয়ে তোলে। কারখানায় যন্ত্রের সাথে কাজ করতে গিয়ে অনেক শ্রমিক দুর্ঘটনার শিকার হয়ে উৎপাদনে অক্ষম হয়ে পড়ে। আবার অনেকে কারখানায় যন্ত্রের সাথে পাল্লা দিয়ে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করমিস অ্যাডামসের Hull House পরবর্তী সময়ে সামাজিক গবেষণা কেন্দ্রে পরিণত হয় । 

পরবর্তীতে আমেরিকার বড় বড় শহরগুলোতে সেটেলমেন্ট হাউজ প্রতিষ্ঠা করা হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লিভল্যান্ডের Goodric House, বোস্টনের Andover House, সানফ্রান্সিসকো শহরের Telegraph Hill Neighbourhood House; লিলিয়ান ওয়ালডসের 'New York Henry Street Settlement' ইত্যাদি । এসব সেটেলমেন্ট হাউজগুলো নারী ও শিশু রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে থাকে । এসব হাউজগুলো কিশোর আদালত প্রতিষ্ঠা ও প্রবেশন সেবা ব্যবস্থার প্রবর্তন করে । এছাড়াও এ হাউজগুলো নারী ও শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা, নির্দিষ্ট কর্মঘন্টার বেশি পরিশ্রম করানো ইত্যাদি বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমেরিকায় সমাজকল্যাণমূলক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে সেটেলমেন্ট হাউজ ত্রাণকর্তার ভূমিকা পালন করে। সেটেলমেন্ট হাউজ শুধু নিম্নশ্রেণির জন্য নয়, এটি মধ্যবিত্ত ও উচ্চশ্রেণির নাগরিক ও সামাজিক চাহিদা পূরণ, চিত্তবিনোদনের চাহিদা এবং ভূমিকার দ্বন্দ্ব ও ব্যক্তিত্বজনিত সমস্যা সমাধানের কেন্দ্র হিসেবে বিশেষ ভূমিকা পালন করেতেনা পারায় বেকার হয়ে পড়ে। 

এসব শ্রমিকেরা তাদের পরিবার পরিজন নিয়ে আমেরিকার বিভিন্ন শহরে আশ্রয় গ্রহণ করতে থাকে । কার্যহীন এসব শ্রমিকেরা অনেকটা বাধ্য হয়েই খোলা আকাশের নিচে, রাস্তাঘাটে, বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে, স্টেশনে বসবাস করতে থাকে। এ পরিস্থিতি আবার নতুন করে কতকগুলো সমস্যার জন্ম দেয়। যেমন— অসুস্থতা, অলসতা, মাদকাসক্ততা ও নৈতিক স্খলনজনিত সমস্যা ইত্যাদি। বহুমুখী সমস্যায় আক্রান্ত এক জনসমষ্টির ভরণপোষণের একটি উদ্যোগ হলো সেটেলমেন্ট হাউজ বা বসতি কেন্দ্র । 

আমেরিকার সেটেলমেন্ট হাউজ বা বসতি কেন্দ্র গড়ে তোলা হয় লন্ডনের সেটেলমেন্ট হাউজ ও টয়েনবি হলের আদলে। আমেরিকায় সেটেলমেন্ট হাউসের প্রতিষ্ঠাতা হলেন স্ট্যান্টন কট ও চার্লস ডি. স্টোভার । আমেরিকার প্রথম সেটেলমেন্ট হাউজের নাম হলো নেইবারহুড গিল্ড, এটি ১৮৮৭ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠা করা হয় । পরবর্তীতে ১৮৮৯ সালে মিস অ্যাডামস Hull House নামে শিকাগোতে একটি Settlement House প্রতিষ্ঠা করেন। এ Hull House ইংল্যান্ডের টয়েনবি হলের অনুকরণে গড়ে তোলা হয় । মিস অ্যাডামসের প্রতিষ্ঠিত এ সেটেলমেন্ট হাউজ থেকে দরিদ্র কর্মজীবী মানুষেরা শিক্ষা সুবিধা পেয়ে থাকে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ