NASW কী | জাতীয় সমাজকর্ম সমিতি (NASW) সম্পর্কে লেখ

 NASW কী | জাতীয় সমাজকর্ম সমিতি (NASW) সম্পর্কে লেখ

প্রশ্ন ২.২৮ | NASW কী?

অথবা, জাতীয় সমাজকর্ম সমিতি (NASW) সম্পর্কে লেখ।

উত্তর ভূমিকা : কোনো বিষয় পেশার মর্যাদা অর্জন করার জন্য যে কয়টি বৈশিষ্ট্য বা মানদণ্ড অর্জন করা একান্ত অপরিহার্য সমাজকর্ম তার সব কয়টি অর্জন করতে সক্ষম হয়েছে। কোনো বিষয় পেশাগত মর্যাদা অর্জন করার অন্যতম শর্ত হচ্ছে ঐ পেশার একটি পেশাগত সংগঠন থাকতে হবে। পেশাগত বিষয় •হিসেবে সমাজকর্মেরও পেশাগত সংগঠন রয়েছে। সমাজকর্মের এ পেশাগত সংগঠনের নাম National Association of Social Workers NASW.

NASW কী  জাতীয় সমাজকর্ম সমিতি (NASW) সম্পর্কে লেখ
NASW কী  জাতীয় সমাজকর্ম সমিতি (NASW) সম্পর্কে লেখ

NASW : পেশাগত সমাজকর্মীদের জন্য আন্তর্জাতিক মানের পেশাগত সংগঠন হচ্ছে NASW বা National Association of Social Workers. এটি ১৯৫৫ সালে আমেরিকারতে গড়ে ওঠে । সমাজকর্ম পেশার কর্ণধার হিসেবে পরিচিত এ NASW NASW আজকের এ সংগঠিত পরিচিতিতে আসার পূর্বে রয়েছে এক ধারাবাহিক ইতিহাস। পূর্ববর্তী সমাজকর্মসংক্রান্ত অনেকগুলো পেশাগত সংগঠনকে একত্রিত করে NASW গঠন করা হয়। তার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নে উত্থাপন করা হলো—

American Association of Hospital Social Workers- 1918, American Association of Social Workers- 1921, American Association of Psychiatric Social Workers- 1926, American Association for the Study of Group Work - 1936, Association for the Study of Community Organization-1964, Social Work Research Group- 1949. ইত্যাদি।

NASW পেশাগত সমাজকর্মীদের জন্য দিকপাল। এ সংগঠন সমাজকর্মের পেশাগত মান ও মর্যাদা সুসংহত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করে। NASW সারা বিশ্বব্যাপী সমাজকর্ম চর্চা করার জন্য কতকগুলো মানদণ্ড বা আদর্শ প্রতিষ্ঠা করে যা পেশাগত সমাজকর্মীরা গভীরভাবে মেনে চলে। NASW পেশাগত সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান নির্ধারণ করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জ্ঞানের নতুন শাখার কোনো সমাবেশ ঘটানো যায় কি না তা নিয়ে রূপরেখা প্রণয়ন করে।

NASW পেশাগত সমাজকর্ম চর্চা করার জন্য নতুন নতুন জ্ঞান প্রসারিত করে। অন্যান্য পেশার সাথে যোগাযোগ ও সমন্বয় রক্ষা করার মাধ্যমে সমাজকর্ম পেশার অন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। NASW পেশাগত সমাজকর্মীদের জন্য আন্তর্জাতিক মানের একটি সংগঠন, যা বিশ্বের বিভিন্ন দেশের সমাজকর্ম সংগঠনের জন্য প্রয়োজনীয় উপদেশ ও নির্দেশনা দান করে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, NASW সমাজকর্ম পেশার মূল চালিকাশক্তি। NASW সমাজকর্ম পেশার মান ও মর্যাদা প্রতিষ্ঠিত ও সুসংহত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। NASW সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠা ছাড়াও পেশার আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি অর্জনের জন্য বিভিন্ন ধরনের গ্রন্থ, পত্রিকা ও জার্নাল প্রকাশ করে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ