ইংল্যান্ডের দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য লিখ
ইংল্যান্ডের দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য লিখ
উত্তর ভূমিকা : ইংল্যান্ডের শিল্পবিপ্লব পরবর্তী সময়ে গির্জাভিত্তিক ত্রাণ কার্যক্রম ব্যাপক প্রসার লাভ করে। গির্জার পাশাপাশি দানশীল ব্যক্তি ও সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। ফলে গির্জা এবং দানশীল ব্যক্তি ও সংগঠনের মধ্যে মতভেদ প্রতিযোগিতা এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। এ বিশৃঙ্খল ত্রাণ কার্যক্রমকে সংগঠিত ও সমন্বয় সাধনের লক্ষ্যে গড়ে তোলা হয় দান সংগঠন সমিতি ।
ইংল্যান্ডের দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য : ইংল্যান্ডের ত্রাণ কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাহায্য ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করে অপচয় হ্রাস করার লক্ষ্যে দান সংগঠন সমিতি গঠন করা হয়। দান সংগঠন সমিতির উদ্দেশ্য সম্পর্কে Fink বলেন, "The purpose of the COS was to develop a machinery and a technique where by relief would be expeditiously and economically without application and competition." অর্থাৎ, কোনো ধরনের পুনরাবৃত্তি ও প্রতিযোগিতা ছাড়া দ্রুত ও অল্প ব্যয়ে ত্রাণদেওয়ার কৌশল ও উপায়ের উন্নয়নসাধনই 'COS' এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া James HS Bossard 'COS এর পাঁচটি উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। যেমন--
ইংল্যান্ডের দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য কী কী |
১. ত্রাণ কার্যক্রমে পরিচালনাকারী বিভিন্ন সমিতির কার্যাবলির মধ্যে সমন্বয়সাধন করে ত্রাণ কার্যক্রমের পুনরাবৃত্তি রোধ করা।
২. প্রতিটি সাহায্য সংস্থার কার্যাবলির সাথে অনুরূপ সংস্থার অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয় ঘটানো।
৩. সব ধরনের সাহায্যপ্রার্থীর জন্য একটি নিবন্ধন ব্যুরো প্রতিষ্ঠা করা।
৪. ব্যক্তিস্বাধীনতা ও আত্মনির্ভরশীলতার চেতনা জাগ্রত করার জন্য বস্তুগত সাহায্যদানের পরিবর্তে ব্যক্তিগত সেবা প্রদান করা।
৫. দারিদ্র্য মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা । ত্রাণ কার্যক্রমে বিশৃঙ্খলার অবসান ঘটানো ও সরকারি-বেসরকারি ও গির্জার ত্রাণ কার্যক্রমের মধ্যে সমন্বয়সাধন করে দরিদ্র সাহায্য কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনা দান সংগঠন সমিতির মূল উদ্দেশ্য। দরিদ্র ত্রাণ কার্যক্রমের মধ্যে পার্থক্য দূরীভূত করা এবং সাহায্য কার্যক্রমের পুনরাবৃত্তি রোধে দান সংগঠন সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দান সংগঠন সমিতি বিদ্যমান ত্রাণ কার্যক্রম ও ত্রাণ পরিচালনাকারী সংগঠনসমূহের মধ্যে সমন্বয় ও যোগাযোগ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইংল্যান্ডে দান সংগঠন সমিতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দরিদ্র সাহায্য কার্যক্রমে প্রতিযোগিতা বন্ধ করে সাহায্যের পুনরাবৃত্তি রোধ করা। দান সংগঠন সমিতির কার্যক্রম উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করে সাহায্য ব্যবস্থাকে সংগঠিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দান সংগঠন সমিতির কার্যক্রমের সফলতার কারণে পরবর্তীতে আমেরিকায়ও দান সংগঠন সমিতি প্রতিষ্ঠা করা হয়।