বর্তমানে আমেরিকায় বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ কী

বর্তমানে আমেরিকায় বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ কী

প্রশ্ন ২.২৬ | বর্তমানে আমেরিকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি কী কী?

অথবা, বর্তমানে আমেরিকায় বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ কী?

উত্তর ভূমিকা : আমেরিকার বর্তমান, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক ও বিস্তৃত। আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকাংশ ১৯৩৫ সালের সামাজিক নিরাপত্তা আইনের সুপারিশ অনুযায়ী গ্রহণ করা হলেও পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী এগুলোকে সংশোধিত করে আধুনিকায়ন করা হয়েছে। বর্তমানে আমেরিকায় বিজ্ঞানভিত্তিক বিভিন্ন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হচ্ছে।

বর্তমানে আমেরিকায় বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ কী
বর্তমানে আমেরিকায় বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ কী

বর্তমানে আমেরিকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচী : নিম্নে আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচীসমূহ উল্লেখ করা হলো—

১. সামাজিক বিমা : আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সামাজিক বিমা নানাবিধ দুর্ঘটনাসহ অন্যান্য কারণে উপার্জন ক্ষমতা হারানোসংক্রান্ত ঝুঁকি মোকাবিলা করার জন্য সামাজিক বিমা কর্মসূচি গ্রহণ করা হয়। আমেরিকায় সামাজিক বিমার আওতায় যেসব বিমা সুবিধা দেওয়া হয় তা হলো-

ক. রেলপথ বিমা;

খ. বেকারত্ব বিমা;

গ. বৃদ্ধ বয়স, টিকে থাকা ও অক্ষমতা বিমা

২. সামাজিক সাহায্য : আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির বহুমুখী ও প্রসারিত পদক্ষেপের নাম হচ্ছে সামাজিক সাহায্য। সামাজিক সাহায্য কর্মসূচির আওতাভুক্তদের খাদ্য, বস্ত্র, স্বাস্থ্যসেবা ও জ্বালানি সাহায্য প্রদান করা হয়। সামাজিক সাহায্যের আওতায় যেসব কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় তা হলো-

ক. বার্ধক্য সাহায্য;

খ. নির্ভরশীল বালক বালিকাসহ পরিবারের সাহায্য;

গ.অন্ধ সাহায্য;

ঘ. স্থায়ী ও পূর্ণ অক্ষম সাহায্য; 

ঙ. জনস্বাস্থ্য ও চিকিৎসা সেবা;

চ. পারিবারিক সাহায্য পরিকল্পনা;

ছ. সাধারণ সেবা ।

৩. স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণ : আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কার্যক্রমের এ কর্মসূচির মাধ্যমে সব বয়সীদের জন্য স্বাস্থ্যসেবামূলক ব্যবস্থা গ্রহণ করে। এ কর্মসূচির আওতায় যেসব সেবামূলক পদক্ষেপ গ্রহণ করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে- 

ক. মাতৃত্ব ও শিশু স্বাস্থ্যসেবা; 

খ. পঙ্গু শিশুদের সেবা; 

গ. শিশুকল্যাণ সেবা ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল কাঠামো দাঁড় করানো হয় ১৯৩৫ সালের সামাজিক নিরাপত্তা আইনের ভিত্তিতে। আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়নে ১৯২৯ সালের মহামন্দা পরবর্তী চ্যালেঞ্জসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কার্যক্রম সব বয়সের নাগরিকের যেকোনো সমস্যা সমাধানে পুরোপুরি সক্ষম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ