বিভারিজ রিপোর্টের সুপারিশ গুলো কি লিখ
বিভারিজ রিপোর্টের সুপারিশ গুলো কি লিখ
প্রশ্ন ২.১৫ | বিভারিজ রিপোর্টের সুপারিশমালা লেখ ।
অথবা, বিভারিজ রিপোর্টের সুপারিশগুলো উল্লেখ কর।
উত্তর ভূমিকা : ইংল্যান্ডের বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল রূপকার হচ্ছে বিভারিজ রিপোর্ট। বিভারিজ রিপোর্টে প্রদত্ত সুপারিশমালার ভিত্তিতে ইংল্যান্ডের সমাজসেবামূলক কার্যক্রম সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপস্থাপিত হয়। বিভারিজ রিপোর্টের সুপারিশমালা দীর্ঘ চিন্তা ও পরিকল্পনার ফসল। বিভারিজ রিপোর্টের সুপারিশমালায় ইংল্যান্ডের সব জনগণের জন্য কল্যাণমূলক ব্যবস্থা প্রবর্তন করা হয়
বিভারিজ রিপোর্টের সুপারিশমালা লেখ বিভারিজ রিপোর্টের সুপারিশগুলো উল্লেখ কর |
বিভারিজ রিপোর্টের সুপারিশমালা : নিম্নে বিভারিজ রিপোর্টের সুপারিশমালা তুলে ধরা হলো-
১. একটি একীভূত, সর্বাত্মক ও পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা ।
২. সামাজিক বিমা সুবিধা থেকে বঞ্চিত জনগণের জন্য জাতীয়
ভিত্তিক কর্মসূচির মাধ্যমে সরকারি সাহায্যের প্রবর্তন করা।
৩. প্রথম শিশু বাদে পরবর্তী শিশুদের জন্য সাপ্তাহিক শিশু
ভাতার (বর্তমানে পারিবারিক ভাতা) ব্যবস্থা করা।
৪. জনগণের জন্য ব্যাপকভাবে বিনামূল্যে স্বাস্থ্য ও পুনর্বাসন কার্যক্রম চালু করা ।
৫. অর্থনৈতিক বিপর্যয়কালীন গণ বেকারত্ব রোধকল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বিভারিজ রিপোর্টের সুপারিশমালা ইংল্যান্ডের সব নাগরিকের জন্য একটি পূর্ণাঙ্গ কল্যাণমূলক কর্মসূচি প্রণয়ন করে। প্রণয়ন করে। বিভারিজ রিপোর্টের সুপারিশমালা শুধু দরিদ্র বা শ্রমজীবী শ্রেণির জন্য তা নয় বরং ইংল্যান্ডের সব শ্রেণির নাগরিকের জন্য কল্যাণমূলক ব্যবস্থার সুপারিশ করে। বিভারিজ রিপোর্টের সুপারিশমালা অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের কল্যাণমূলক বিধানের সন্নিবেশ করে।