আমেরিকার রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি
আমেরিকার রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি
প্রশ্ন ২.১৯ | আমেরিকার রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কী?
অথবা, আমেরিকার রাষ্ট্রীয় দানশীলতা বোর্ডের পরিচয় দাও।
উত্তর ভূমিকা : আমেরিকার সমাজসেবামূলক কার্যক্রমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিবন্ধী ও অপরাধীদের জন্য গড়ে ওঠা এ জাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমাগতভাবে বাড়তে থাকে। এসব প্রতিষ্ঠান উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে থাকে । ফলে সাহায্য কার্যক্রমে এক ধরনের প্রতিযোগিতা ও দ্বৈততা পরিলক্ষিত হয় । এ জাতীয় বিশৃঙ্খল কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করা হয় রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড।
আমেরিকার রাষ্ট্রীয় দানশীলতা বোর্ডের পরিচয় দাও |
আমেরিকার রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড : সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সমাজসেবামূলক কার্যক্রমে স্থিতিশীলতা ও শৃঙ্খলা নিশ্চিত করে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য সরকার একটি বোর্ড গঠন করে যা রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড নামে পরিচিতি লাভ করে। সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনাকারী সংস্থাসমূহের সংখ্যা সময়ের প্রয়োজন অনুযায়ী বাড়তে থাকে। কিন্তু এসব সংস্থাগুলো নিজস্ব মূল্যবোধ, দর্শন ও নীতি অনুযায়ী সাহায্য কার্যক্রম পরিচালনা করতে থাকে।
এসব সাহায্য কার্যক্রমগুলো রাজ্য সরকারের বিশেষ ক্ষমতা ও আইন অনুযায়ী বাস্তবায়ন করা হতো। আলাদা আলাদা পরিচালনা বোর্ড ও প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে এ জাতীয় সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করায় কর্মসূচির মধ্যে ব্যাপক বৈচিত্র্য লক্ষ করা যায়। যার কারণে রাষ্ট্রীয়ভাবে এসব কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। সমাজসেবামূলক কার্যক্রমে এ জাতীয় বৈসাদৃশ্য, সমন্বয়হীনতা সাহায্য ব্যবস্থায় এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে।
যার কারণে সাহায্য কার্যক্রমে অনর্থক প্রতিযোগিতা, একই সাহায্যের পুনরাবৃত্তি, দ্বৈত সাহায্য গ্রহণ ও অপচয়ের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে। তাই গ্রহণযোগ্য সর্বসম্মত সরকারি নীতিমালার আলোকে সেবামূলক কার্যক্রমের মাঝে সমন্বয় ও শৃঙ্খলা আনয়ন করার জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে একটি সেবামূলক সংস্থা বা প্রতিষ্ঠান স্থাপন একান্ত অপরিহার্য হয়ে পড়ে।
উদ্ভূত এ জাতীয় সমস্যা ও প্রয়োজন মোকাবিলা করার জন্য ১৮৬৩ সালে কেন্দ্রীয় সংস্থা হিসেবে ম্যাসাচুসেটস রাজ্যে সর্বপ্রথম State Board of Charities গঠন করা হয়। এ State Board of Charities এর মাধ্যমে রাজ্যে গৃহীত ও বাস্তবায়িত সব সমাজসেবামূলক কার্যক্রম ও প্রতিষ্ঠানের কার্যাবলির মধ্যে তত্ত্বাবধান ও সমন্বয়সাধন সম্ভব হয়। ম্যাসাচুসেটসে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় দানশীলতা বোর্ডের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডা. গ্রিডলে । গ্রিডলে দশ বছর যাবৎ এ দায়িত্ব পালন করেন ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড আমেরিকার সমাজসেবামূলক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে এনে এর গতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । জাতীয় পর্যায়ে বিভিন্ন সমাজকল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে তত্ত্বাবধান ও সমন্বয়সাধনের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড পথপ্রদর্শকের ভূমিকা পালন করে।