আমেরিকার অস্থায়ী ত্রাণ প্রশাসন (TERA) সম্পর্কে কী জান

আমেরিকার অস্থায়ী ত্রাণ প্রশাসন (TERA) সম্পর্কে কী জান

প্রশ্ন ২.২৭ | আমেরিকার অস্থায়ী ত্রাণ প্রশাসন (TERA) কী? 

অথবা, আমেরিকার অস্থায়ী ত্রাণ প্রশাসন (TERA) সম্পর্কে কী জান?

উত্তর ভূমিকা : ১৯২৯ সালে অর্থনৈতিক বিপর্যয় থেকে পরিত্রাণের জন্য আমেরিকার রাজ্য সরকার ও ফেডারেল সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে । TERA এরূপ এক ধরনের কর্মসূচি, যার মাধ্যমে আমেরিকার বেকারত্ব দূরীকরণের চেষ্টা করা হয়। আমেরিকায় অস্থায়ী জরুরি ত্রাণ সাহায্যের জন্য যতগুলো কর্মসূচি গ্রহণ করা হয় তার মধ্যে TERA অন্যতম। এ ধরনের সংগঠনগুলো আমেরিকায় তৎকালীন বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আমেরিকার অস্থায়ী ত্রাণ প্রশাসন (TERA) সম্পর্কে কী জান
আমেরিকার অস্থায়ী ত্রাণ প্রশাসন (TERA) সম্পর্কে কী জান

* আমেরিকার অস্থায়ী ত্রাণ প্রশাসন (TERA) : আমেরিকায় অর্থনৈতিক মন্দার ফলে যে বেকার সমস্যা দেখা দেয় তা মোকাবিলা ও দূরীকরণে জরুরি ত্রাণ কার্যক্রমগুলো তেমন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেনি। এতে করে বেকারত্ব সমস্যা আরও তীব্র আকার ধারণ করে। ১৯৩০ সালে আমেরিকায় বেকারের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যায়। ফলে জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি ব্যবসায় বাণিজ্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এরূপ পরিস্থিতিতে আমেপৌরসভা ও কাউন্টিগুলো বেকারদের সাহায্য করতে বাধ্য হয় । 

পাশাপাশি সরকারি পর্যায়ে ত্রাণ কার্যক্রমে গভীর মনোনিবেশ করা হয়। নিউইয়র্কের হ্যারি এল. হপকিনসকে (Harry L Hopkins) প্রধান নির্বাহী পরিচালক করে প্রথম অস্থায়ী জরুরি ত্রাণ সাহায্য প্রশাসন গঠন করা হয়। যার নাম দেওয়া হয় TERA (Temporary Emergency Relief Administration). এল. হপকিনস একজন সমাজকর্মী ছিলেন। তিনি পরিবার কল্যাণ, রেডক্রস, স্বাস্থ্যসেবা, বসতি, গৃহকর্ম প্রভৃতি বিষয়ে ব্যাপক জ্ঞান অর্জন করেন।

তিনি বেকার সমস্যা মোকাবিলার জন্য প্রতিটি রাজ্যে সমস্যা মোকাবিলার নীতি ও সাহায্যের মানদণ্ড প্রতিষ্ঠা করেন। তিনি নিউইয়র্কের মতো অন্যান্য রাজ্যেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। ফলে ১৯৩২ সালে ২৪টি রাজ্যে বেকার সমস্যা সমাধানের জন্য জরুরি ত্রাণ সাহায্য প্রশাসন গড়ে ওঠে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমেরিকার জরুরি সাহায্য ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয়সাধন ও বেকার সমস্যা সমাধানে TERA এর গুরুত্ব অপরিসীম। এটি এক ধরনের সাহায্য ব্যবস্থার সংগঠন যা পুরো সাহায্য ব্যবস্থাকে পরিকল্পিত উপায়ে বাস্তবায়নে বিশাল অবদান রাখেন। তাই আমেরিকার অস্থায়ী জরুরি ত্রাণ প্রশাসন সম্পর্কিত ধারণা প্রতিটি সমাজকর্মীর জন্য অত্যাবশ্যকীয়। কারণ এগুলো বর্তমান আধুনিক সমাজকর্মের ভিত্তি রচনা করেছিল।রিকার সমগ্র দেশে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ