আমেরিকার দান সংগঠন সমিতি সম্পর্কে যা জান লেখ

আমেরিকার দান সংগঠন সমিতি সম্পর্কে যা জান লেখ

প্রশ্ন ২.২১ | আমেরিকার দান সংগঠন সমিতি কী?

অথবা, আমেরিকার দান সংগঠন সমিতি সম্পর্কে যা জান লেখ।

উত্তর ভূমিকা : ১৮৬৫ সাল থেকে ১৮৭১ সাল পর্যন্ত আমেরিকায় ভয়াবহ গৃহযুদ্ধ সংঘটিত হয়। এটি মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। গৃহযুদ্ধের ফলে আমেরিকায় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নানা সমস্যা দেখা দেয়। এ সমস্ত সমস্যা মোকাবিলা ও দূর করার জন্য তৎকালে আমেরিকায় বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়। এসব কার্যক্রমের মধ্যে ইংল্যান্ডের অনুসরণে দান সংগঠন সমিতি গঠন অন্যতম

আমেরিকার দান সংগঠন সমিতি সম্পর্কে যা জান লেখ
আমেরিকার দান সংগঠন সমিতি সম্পর্কে যা জান লেখ

আমেরিকার দান সংগঠন সমিতি : আমেরিকার গৃহযুদ্ধের ফলে ১৮৭৩ সালে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ফলে আমেরিকার জনগণের আর্থসামাজিক জীবনে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। সরকারি সাহায্য কার্যক্রমের অপ্রতুলতার কারণে সাহায্য ব্যবস্থা ও সমাজকল্যাণ কার্যক্রমে নতুন চিন্তাভাবনার উদয় হয়। R. A: Skidmore এ প্রসঙ্গে বলেন, "Withing the depression of 1873 after the civil war in the United States came chaos and many personal family and community problems."

এসব অবস্থার প্রয়োজনে ইংল্যান্ডের দান সংগঠন সমিতির অনুকরণে আমেরিকাতেও Charity Organization Movement শুরু হয়। ১৮৭৭ সালে আর. এইচ. গার্টিন নিউইয়র্কের বাফেলো শহরে সর্বপ্রথম COS (Charity Organization Society) গঠন করেন, আমেরিকার দান সংগঠন সমিতি বলতে এটিকেই বুঝানো হয় । দান সংগঠন সমিতির দ্বারা সাহায্য কার্যক্রমগুলোর মধ্যে সমন্বয় করা হয়। অল্প সময়ের সফলতায় অমেরিকার ২৫টি শহরে COS গড়ে ওঠে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমেরিকার জনগণের আর্থসামাজিক উন্নয়নে দান সংগঠন সমিতির গুরুত্ব অপরিসীম বিশেষ করে অর্থের অপচয় রোধ, ত্রাণ সমিতির সহযোগিতা ও পুনরাবৃত্তি রোধের মাধ্যমে দরিদ্রদেরকে কার্যকরভাবে সহায়তা করার ক্ষেত্রে আমেরিকার দান সংগঠন সমিতির অবদান অনেক। ইংল্যান্ডের অনুসরণে আমেরিকায় দান সংগঠন সমিতি গঠন ও এর সফলতা পরবর্তীতে বর্তমান সমাজকর্মের ভিত রচনা করে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ