আমেরিকার দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং নীতিমালা লেখ
আমেরিকার দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং নীতিমালা লেখ
প্রশ্ন ২.২২| আমেরিকার দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং নীতিমালা লেখ ।
অথবা, আমেরিকার দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং নীতিসমূহ উল্লেখ কর ।
উত্তর ভূমিকা : ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা। আমেরিকার সমাজে ব্যাপক বেকারত্ব, গণারিদ্র্য, হতাশা ও সামাজিক বিশৃঙ্খলার মতো বহুবিধ নেতিবাচক প্রতিক্রিয়া বয়ে নিয়ে আসে। এর ফলে বিদ্যমান সরকারি ও বেসরকারি সাহায্য কার্যক্রম অপ্রতুল প্রমাণিত হয় । যার কারণে ইংল্যান্ডের দান সংগঠন সমিতির আদলে আমেরিকাতেও ১৮৭৭ সালে দান সংগঠন সমিতি প্রতিষ্ঠা করা হয়আমেরিকার দান
আমেরিকার দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং নীতিমালা লেখ |
সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য : নিম্নে আমেরিকার দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ করা হলো-
১. দরিদ্র সাহায্য ও ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মধ্যকার অনর্থক প্রতিযোগিতা বন্ধ করা।
২. সাহায্য কার্যক্রমে পরিলক্ষিত দ্বৈত সাহায্য দান ও সাহায্য ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করা ।
৩. . অর্থহীন প্রতিযোগিতা ও সাহায্যের পুনরাবৃত্তি রোধ করার মাধ্যমে অর্থের অপচয় রোধ করা।
৪. সাহায্য লাভের উপযুক্ত ব্যক্তিকে সাহায্য প্রদান করা ।
৫. দারিদ্র্য সমস্যাকে পরিকল্পিত ও সংগঠিত কার্যকলাপের মাধ্যমে স্থায়ীভাবে মোকাবিলা করা।
৬. তদন্তের মাধ্যমে দারিদ্র্যের প্রকৃতি নির্ধারণ করে উপযুক্ত সাহায্যের ব্যবস্থা গ্রহণ করা ।
আমেরিকার দান সংগঠন সমিতির নীতিমালা : দান সংগঠন সমিতি তার বৃহত্তর লক্ষ্য আদায়ের জন্য কতকগুলো আদর্শ, দর্শন ও মূলনীতির ভিত্তিতে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে । নিম্নে দান সংগঠন সমিতির নীতিমালা উল্লেখ করা হলো—
১. স্থানীয় দান সংগঠন সমিতির সদস্যদের সংগঠনগুলোর প্রতিনিধিদের বোর্ড গঠন করে এদের মাঝে সহযোগিতা করা।
২. কেন্দ্রীয়ভাবে একটি গোপন রেজিস্টার তৈরি করা।
৩. বন্ধুভাবাপন্ন পরিদর্শকদের মাধ্যমে সাহায্যপ্রার্থীর আর্থসামাজিক অবস্থা তদন্ত সাপেক্ষে সাহায্যের ধরন নিরূপণ করা
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ইংল্যান্ডের অনুকরণ ও অনুসরণে আমেরিকায় দান সংগঠন সমিতি প্রতিষ্ঠা করা হয় আমেরিকায় দান সংগঠন সমিতি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল সাহায্য কার্যক্রমে প্রতিযোগিতা ও পুনরাবৃত্তি রোধ করে সাহায্য কার্যক্রমের ব্যয় হ্রাস করা। COS তার মূলনীতিকে প্রাধান্য দিয়ে লক্ষ্য অর্জন করার জন্য ব্যাপক বিস্তৃত ও বহুমুখী কার্যাবলি গ্রহণ করে থাকে ।