আমেরিকার বর্তমান সামাজিক বিনা কর্মসূচি গুলো কি

আমেরিকার বর্তমান সামাজিক বিনা কর্মসূচিগুলো কী

প্রশ্ন ২.২০ | আমেরিকার বর্তমান সামাজিক বিনা কর্মসূচিগুলো কী ?

অথবা, আমেরিকার বর্তমান বিমা কর্মসূচিগুলো উল্লেখ কর?

উত্তর ভূমিকা : আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক, বিস্তৃত, বৈচিত্র্যময় ও বহুমুখী। আমেরিকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকাংশ ১৯৩৫ সালের সামাজিক নিরাপত্তা আইনের সুপারিশ অনুযায়ী গ্রহণ করা হলেও পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী এগুলোকে সংশোধিত করে আধুনিকায়ন করা হয়েছে। আমেরিকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে সামাজিক বিমা অন্যতম।

আমেরিকার বর্তমান সামাজিক বিনা কর্মসূচিগুলো কী
আমেরিকার বর্তমান সামাজিক বিনা কর্মসূচিগুলো কী

আমেরিকায় বর্তমান সামাজিক বিমা কর্মসূচি : আমেরিকার 1 বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সামাজিক বিমা। নানাবিধ দুর্ঘটনাসহ অন্যান্য কারণে উপার্জন ক্ষমতা হারানোসংক্রান্ত ঝুঁকি মোকাবিলা করার জন্য সামাজিক বিমা কর্মসূচি গ্রহণ করা হয়। উপার্জনক্ষমতা হারানো ব্যক্তিদের ন্যূনতম জীবনমান রক্ষার জন্য সামাজিক বিমা কর্মসূচি গ্রহণ করা হয়। আমেরিকার সব কর্মজীবী মানুষ সামাজিক বিমার আওতাভুক্ত। বিমা কর্মসূচির অন্তর্ভুক্ত ব্যক্তি বা নিয়োগকারী বা উভয়ের অনুদানের মাধ্যমে এ বিমা কর্মসূচির ব্যয়ভার পূরণ করা হয় এ বিমা কর্মসূচি ফেডারেল সরকার পরিচালনা করবে। আমেরিকায় সামাজিক বিমার আওতায় যেসব বিমা সুবিধা দেওয়া হয় তা নিম্নে উল্লেখ করা হলো—

১. রেলপথ বিমা : এ বিমার মাধ্যমে রেলপথ কর্মচারীদের জন্য পেনশনসহ অন্যান্য কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। Rail Road Retirement Act in 1977 এবং Rail Road Unemployment Insurance Act in 1978 এর মাধ্যমে রেল খাতে নিয়োজিত কর্মীদের বিমার আওতায় আনা হয় । এ বিমার আওতায় প্রায় ৮০ লাখ রেলপথ কর্মচারীদের বিমা সুবিধা দেওয়া হয় ।

২. বেকারত্ব বিমা : আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে বেকারত্ব বিমা । ১৯৩৫ সালের সামাজিক নিরাপত্তা আইনের বিধান অনুযায়ী ফেডারেল সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এ বিমা ব্যবস্থা গ্রহণ করা হয়। বেকারত্ব বিমার আওতায় সুবিধা পেতে হলে প্রত্যেক সক্ষম ও কর্মক্ষম কর্মীকে Public Employment Service এ নাম নিবন্ধন করতে হতো। এ বেকারত্ব বিমা সুবিধার আওতায় নির্ভরশীল বেকারদের কমপক্ষে ২-১৭ ডলার এবং সর্বোচ্চ ৩৬-১১৭ ডলার ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়। State Public Employment Office বেকারত্ব বিমা কর্মসূচির যাবতীয় কার্যক্রম পরিচালনা করতো।

৩. বার্ধক্য টিকে থাকা ও অক্ষমতা বিমা : আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে বৃদ্ধ বয়স, টিকে থাকা ও অক্ষমতা বিমা যা ১৯৩৫ সালের সামাজিক নিরাপত্তা আইনের ভিত্তিতে গ্রহণ করা হয় । ফেডারেল সরকার এ বিমা কার্যক্রম বাস্তবায়ন করে। এ বিমা কর্মসূচি অসুস্থতা, বৃদ্ধ বয়স, অক্ষমতা, মৃত্যু ইত্যাদি কারণে সৃষ্ট আর্থিক দুর্দশা থেকে ব্যক্তিকে রক্ষা করার জন্য গ্রহণ করা হয় । 

উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল কাঠামো দাঁড় করানো হয় ১৯৩৫ সালের সামাজিক নিরাপত্তা আইনের ভিত্তিতে। আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়নে ১৯২৯ সালের মহামন্দা পরবর্তী চ্যালেঞ্জসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমেরিকার বর্তমান সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সামাজিক বিমা কর্মসূচি সব বয়সের নাগরিকের যেকোনো সমস্যা সমাধানে পুরোপুরি সক্ষম ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ