আমেরিকায় ১৯২৯ সালের অর্থনৈতিক মহামন্দা সম্পর্কে কী জান
আমেরিকায় ১৯২৯ সালের অর্থনৈতিক মহামন্দা সম্পর্কে কী জান
প্রশ্ন ২.২৫ | আমেরিকায় ১৯২৯ সালের অর্থনৈতিক মহামন্দা কী ?
অথবা, আমেরিকায় ১৯২৯ সালের অর্থনৈতিক মহামন্দা সম্পর্কে কী জান?
উত্তর ভূমিকা : ঊনবিংশ শতাব্দীতে আমেরিকায় বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দেয় । এতে করে আমেরিকার জনগণের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। তেমনই একটি অর্থনৈতিক দুর্যোগ ছিল। ১৯২৯ সালের অর্থনৈতিক মহামন্দা। মহামন্দার ফলে অর্থনৈতিকভাবে মানুষ অসহায় হওয়ার কারণে সমাজে নানা বিশৃঙ্খলা দেখা দেয় । এজন্য আমেরিকার ইতিহাসে ১৯২৯ সালের অর্থনৈতিক মহামন্দা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ।
আমেরিকায় ১৯২৯ সালের অর্থনৈতিক মহামন্দা সম্পর্কে কী জান |
● আমেরিকায় ১৯২৯ সালের অর্থনৈতিক মহামন্দা : আমেরিকার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ১৯২৯ সালে এক মহা বিপর্যয় দেখা দেয় । এতে করে আমেরিকার আর্থসামাজিক পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। লক্ষ লক্ষ মানুষ তাদের সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে যায়। একে আমেরিকার ইতিহাসে Great Economic Depression হিসেবে আখ্যায়িত করা হয়। এ অর্থনৈতিক মন্দার কারণে মানুষ নির্ভরশীল হয়ে পড়ে। তাদেরকে নৈরাজ্য ও হতাশা ঘিরে ধআমেরিকার অর্থনৈতিক মন্দা সম্পর্কে A. E. Fink বলেন, “মন্দা বলতে বুঝায় লক্ষ লক্ষ জনগণ তাদের পরিবারের জীবনধারণের জন্য উপার্জন করতে অক্ষম।” আর আমেরিকায় অর্থনৈতিক মন্দায় এ ধরনের অবস্থা তৈরি হয়েছিল।
১৯২৯ সালের অর্থনৈতিক মন্দা আমেরিকার প্রচলিত সমাজকল্যাণ কর্মসূচিকেও ব্যর্থ করে দেয়। মাত্র এক বছরের ব্যবধানে আমেরিকাতে প্রায় ১২ লাখ লোকেরও বেশি মানুষ বেকার হয়ে পড়ে। এতে করে সাহায্য ব্যবস্থায় বিশৃঙ্খল অবস্থা দেখা দেয়। আমেরিকার বিভিন্ন ত্রাণ সংস্থাগুলো সাহায্য সহযোগিতা করতে ব্যর্থ হয়। এমনকি আমেরিকার রাজ্য সরকার এবং ফেডারেল সরকারও সাহায্য করতে ব্যর্থ হয়। ফলে মানুষের জীবন মান উন্নয়ন ও অর্থনৈতিক অসহায়ত্ব দূর করার জন্য আমেরিকার ফেডারেল সরকারকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আমেরিকার ইতিহাসে যতগুলো অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল তার মধ্যে ১৯২৯ সালের অর্থনৈতিক মহামন্দা অন্যতম। ১৯২৯ সালের মহামন্দা আমেরিকার অর্থনৈতিক ভিত্তি নড়বড়ে করে দেয় এবং এর ফলে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। মানুষের মধ্যে বিদ্রোহ দেখা দেয় এবং ক্ষুধার্ত ও অসুস্থ হয়ে পড়ে।রে এবং অভাব জনিত আশঙ্কার কারণে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে ।