১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা কী | ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা সম্পর্কে লেখ
১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা কী | ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা সম্পর্কে লেখ
প্রশ্ন ২.২৪ | ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা কী?
অথবা, ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা সম্পর্কে লেখ।
উত্তর ভূমিকা : আমেরিকার ইতিহাসে যতগুলো অর্থনৈতিক মন্দা দেখা দেয় তার মধ্যে ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা অন্তম। ১৮৬১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের প্রভাবে এ মন্দা দেখা দেয় এবং মানুষের সামগ্রিক জীবনব্যবস্থার ওপর গভীর নেতিবাচক প্রভাব বিস্তার করে। পারিবারিক জীবন থেকে রাষ্ট্রায় জীবনের প্রতিটি পর্যায়ে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। অর্থের অভাবে মানুষের জীবন প্রণালিতে দেখা দেয় এক অনিশ্চয়তা।
১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা কী ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা সম্পর্কে লেখ |
১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা : আমেরিকাতে বিভিন্ন সময় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। বিশেষ করে গৃহযুদ্ধ শুর হওয়ার ফলে আমেরিকার অর্থনীতিতে এক বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। যে পরিবর্তন আমেরিকার সমাজজীবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে। ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা আমেরিকার ইতিহাসে এক বড় ঘটনা।
R. A. Skidmore and Etal এ সম্পর্কে বলেছেন, "With the depression of 1873 after the civil war in the United States, came chaos and many personal, family and community problem." এছাড়া আমেরিকাতে ১৮৭৩ সালের মন্দার পর এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিভিন্ন সংস্থা ও সমিতি গঠিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ১৮৭৭ সালের দান সংগঠন সমিতি এবং ১৮৮৭ সালে গড়ে ওঠা সেটেলমেন্ট হাউজ আন্দোলন বা বসতি আন্দোলন। এসব সংস্থা ও সমিতিগুলো আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করে থাকে ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দা আমেরিকার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। আমেরিকার আর্থসামাজিক ব্যবস্থাসহ গোটা দেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমেরিকার রাজ্য সরকার ও ফেডারেল সরকারকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। তাই বর্তমান আমেরিকার সমাজকল্যাণ ব্যবস্থা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমেরিকার অতীত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন।