টেকসই উৎপাদন বলতে কি বুঝ । টেকসই উৎপাদনের সংজ্ঞা দাও
টেকসই উৎপাদন বলতে কি বুঝ । টেকসই উৎপাদনের সংজ্ঞা দাও |
টেকসই উৎপাদন বলতে কি বুঝ । টেকসই উৎপাদনের সংজ্ঞা দাও
উত্তর : ভূমিকা : টেকসই উৎপাদন ও ভোগ এর ধারণা সর্বপ্রথম উত্থাপিত হয় ১৯৯২ সালে ব্রাজিলের রিওডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মলনে।
রিও ঘোষণায় ভবিষ্যত টেকসই উন্নয়ন সম্পর্কে দিক নির্দেশনামূলক ২৭টি নীতি অন্তর্ভুক্ত করা হয়। যার মধ্যে টেকসই উৎপাদন ও ভোগ সম্পর্কে দিক নির্দেশনা প্রদানমূলক নীতিটি ৮নং নীতি ।
টেকসই উৎপাদন : যেসব দ্রব্য ও সেবার ব্যবহার বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের সামগ্রিক মানুষের জন্য কল্যাণজনক এবং পরিবেশের স্বাভাবিক ও ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে সেসব দ্রব্য ও সেবার উৎপাদনকে টেকসই উৎপাদন বলে।
অন্যভাবে বলা যায়, যে সকল দ্রব্য ও সেবা ব্যবহারের দ্বারা মৌলিক প্রয়োজন পূরণ ও জীবন মান উন্নত হয়, শারীরিক- মানসিক ও পরিবেশগত কোনো ক্ষতি না হয় এবং ভবিষ্যত প্রজন্মের প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধা তৈরি না হয়। সেই সকল দ্রব্য ও সেবার উৎপাদনকে টেকসই উৎপাদন বলে ।
উদাহরণ : পলিথিন পচে না বিধায় পরিবেশে জমা হয় এবং পানি ও বায়ু চলাচলে বাধা সৃষ্টিকরে জলবদ্ধতা এবং পানি দূষণ সৃষ্টি করে।
আর পাট প্রাকৃতিকভাবেই পরিবেশে আত্তীকরণ হয়, কার্বন ডাই অক্সাইড দূর করে। তাই পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ উৎপাদন করতে হবে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সরকারের উচিত টেকসই উন্নয়নের লক্ষ্যে সকল জনগণের জীবনযাত্রার উন্নতস্তর নিশ্চিত করা এবং অটেকসই প্রকৃতির উৎপাদন ও ভোগ হ্রাস করে তার পরিবর্তে জনগণের উপযোগী উৎপাদন ও ভোগ নীতি অবলম্বন করা।