টেকসই উন্নয়ন ও পরিবেশ বলতে কী বুঝ । টেকসই উন্নয়ন ও পরিবেশের ধারণা দাও
টেকসই উন্নয়ন ও পরিবেশ বলতে কী বুঝ । টেকসই উন্নয়ন ও পরিবেশের ধারণা দাও |
টেকসই উন্নয়ন ও পরিবেশ বলতে কী বুঝ । টেকসই উন্নয়ন ও পরিবেশের ধারণা দাও
উত্তর : ভূমিকা : পরিবেশ সংরক্ষণে নানাবিধ কৌশলগুলোর মধ্যে টেকসই উন্নয়ন হচ্ছে অধিকতর পরিকল্পনা ও চিন্তাচেতনার ফসল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর নানা ধরনের পরিবেশ বিপর্যয়ের লীলাবালি মানুষ যখন প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছিল, তখন ক্রমশ পরিবেশ বিপর্যয় মোকাবিলা করার বিষয়টি প্রকট হয়ে উঠে।
টেকসই উন্নয়ন ও পরিবেশ বলতে বুঝায় কিভাবে এটি পরিবেশকে সংরক্ষণ করে মানুষের ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে ।
→ টেকসই উন্নয়ন ও পরিবেশ : টেকসই উন্নয়ন ও পরিবেশের মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক বিদ্যমান। মানবজাতি তার সীমাহীন ভোগ লালসার জন্য পরিবেশের মধ্যে যে দূরত্ব ও অসংলগ্নতা সৃষ্টি করেছে তার ফলস্বরূপ পরিবেশ ভয়ংকর হয়ে উঠেছে এবং যা মানবজাতির জন্য ক্রমশ হুমকিস্বরূপ।
পরিবেশ ও মানুষের মধ্যে এই আন্তঃসম্পর্কের দূরত্ব ও অসমাঞ্জস্যতা দূরীকরণে টেকসই উন্নয়নে উদ্ভব হয়েছে। টেকসই উন্নয়ন ও পরিবেশ বিষয়টি Dr. Pearce কর্তৃক সম্পাদিত “Blue Print for a streen Economy” বইটিতে স্পষ্টরূপে ফুটে উঠেছে।
নিম্নে তা আলোচনা করা হলো-
১. পরিবেশ অর্থনীতি : টেকসই উন্নয়ন পরিবেশকে মূলধন হিসেবে বিচার করে এবং এই মূলধনকে টিকিয়ে রেখে ভবিষ্যৎ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে। কারণ এই পরিবেশ টিকে থাকলে অর্থনীতির চাকা সচল থাকবে।
২. পরিবেশ স্ট্রাটেজি : টেকসই উন্নয়ন পরিবেশকে সর্বোত্তমভাবে ব্যবহারের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি, চিন্তাভাবনা ও গবেষণার মাধ্যমে পরিবেশ উপযোগী পরিকল্পনা প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন করে ।
৩. পরিবেশ মানবতা : টেকসই উন্নয়ন পরিবেশকে মূলধন হিসেবে গুরুত্ব দিয়ে পরিবেশ মানবতাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে সামাজিক সুবিধাবঞ্চিত মানুষদের গুরুত্ব দেয়। কারণ এসব সুবিধাবঞ্চিত মানুষ পার্শ্বিক পরিবেশ ও প্রতিবেশের উপর অধিক নির্ভরশীল থাকে ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, টেকসই উন্নয়নের কর্মক্ষেত্রের বিষয়বস্তু হচ্ছে পরিবেশ, পরিবেশ সংরক্ষণ এর সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মানুষের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মূলমন্ত্র। সুতরাং টেকসই উন্নয়ন হচ্ছে পরিবেশ অগ্রগতির জন্য একটি মাইলফলক।