টেকসই অর্থনীতি কি । টেকসই অর্থনীতির সংজ্ঞা দাও
টেকসই অর্থনীতি কি । টেকসই অর্থনীতির সংজ্ঞা দাও |
টেকসই অর্থনীতি কি । টেকসই অর্থনীতির সংজ্ঞা দাও
উত্তর : অর্থনৈতিক কর্মকাণ্ডে Sustainability শব্দটি বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। পৃথিবীতে জনসংখ্যা ও জন চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে কথাটির গুরুত্ব এবং প্রয়োজনীঢয়তা তীব্রতর হচ্ছে।
কারণ বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ড সকলের জন্য সুষম হচ্ছে না এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম নয় । তাই অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে Sustainable Economy কথাটি জরুরি হয়ে পড়েছে।
টেকসই অর্থনীতি : Sustainable Economy হলো পরিবেশ বান্ধব অর্থনীতি যার ফল দীর্ঘস্থায়ী তথা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম ।
অর্থাৎ বিশ্বের সকলের সবরকমের উদ্দেশ্য, প্রয়োজন এবং আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রকৃতির সজীব ও নির্জীব সম্পদ যথাযথভাবে ব্যবহার করার জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড তাকেই টেকসই অর্থনীতি বলে।
ওজোনস্তর হ্রাস পাওয়া ও ফুটো হয়ে যাওয়া গ্রীন হাউস গ্যাসের প্রভাব, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, ক্ষুধা, বিলাসিতা, অত্যাধিক ভোগলিপ্সা, জনসংখ্যা বৃদ্ধি, শহরায়ন প্রভৃতি আজ কিছু পার্থিব প্রশ্নমাত্র নয় । পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে বিরাট প্রশ্নচিহ্নস্বরূপ ।
প্রাকৃতিক যে সম্পদ পৃথিবীতে আছে তা দিয়ে প্রত্যেকের প্রয়োজন পূরণ হতে পারে কিন্তু প্রত্যেকের লোভ পূরণ হতে পারে না- Earth has enough to meet every one's need. But not every one's greed. তাই টেকসই অর্থনীতি আজ সময়ের দাবি।