সবল টেকসইতা কি । সবল সাসটেইন্যাবিলিটি কাকে বলে
সবল টেকসইতা কি । সবল সাসটেইন্যাবিলিটি কাকে বলে |
সবল টেকসইতা কি । সবল সাসটেইন্যাবিলিটি কাকে বলে
উত্তর :
সবল টেকসইতা : প্রতিবেশ অর্থনীতিবিদগণ প্রাকৃতিক টেইনেবিলিটির শর্ত হিসেবে মোট মূলধন মজুতের পাশাপাশি প্রাকৃতিক মূলধন মজুত অটুট রাখার কথা বলেন।
তারা মনে করেন যে, মানব সৃষ্ট মূলধন প্রাকৃতিক মূলধনের বিকল্প হতে পারে না। সাসটেনেবিলিটি সংক্রান্ত এই ধারণা সবল সাসটেইনেবিলিটি হিসেবে পরিচিত।
বিখ্যাত প্রতিবেশ অর্থনীতিবিদ হারম্যান ডালি বলেন যে, প্রকৃতি আমাদের যে সেবা প্রদান করে তার প্রতিরূপ তৈরি করা সম্ভব নয় ।
এ সেবাসমূহ অদ্বিতীয়। যেমন- বায়ু প্রবাহ কিংবা প্রকৃতির আত্তীকরণ করার ক্ষমতা পরিবেশের আত্তীকরণ সক্ষমতাও একটি প্রাকৃতিক রিসোর্স বা সম্পদ।
এই প্রকৃতিক মূলধনগুলো মানব সৃষ্ট মূলধনের সাথে বিকল্পযোগ্য নয়, বরং সেগুলো পরস্পর পরিপূরক।সবল টেকসইতার প্রবক্তাগণ প্রস্তাব যেকোনো পরিবেশ অনুরাগীর কাছেই সঠিক বলে মনে হবে।
তবে কঠোরভাবে সবল টেকসইতার শর্ত বজায় রাখা সম্ভব কিনা তা প্রশ্নসাপেক্ষ। বিভিন্ন পরিবেশ সংস্থা ও চিন্তাবিদ টেকসইতা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ।