ধরিত্রী সম্মেলনের টেকসই উন্নয়ন সংক্রান্ত প্রধান প্রধান এজেন্ডা কি কি
ধরিত্রী সম্মেলনের টেকসই উন্নয়ন সংক্রান্ত প্রধান প্রধান এজেন্ডা কি কি |
ধরিত্রী সম্মেলনের টেকসই উন্নয়ন সংক্রান্ত প্রধান প্রধান এজেন্ডা কি কি
- অথবা, ধরিত্রী সম্মেলনের টেকসই উন্নয়ন সংক্রান্ত প্রধান এজেন্ডাগুলো তুলে ধর।
উত্তর : জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন বা United Nations Conference on Environment and Development (UNCED)-কে বিশ্বব্যাপী ধরিত্রী সম্মেলন বলা হয়।
১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪৪ তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯২ সালের ৩ জুন থেকে ১৪ জুন ব্রাজিলের রিওডিজেনেরিও শহরে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন এর প্রথম সম্মেলন ছিল অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে ব্যাপকভিত্তিক সম্মেলন। উক্ত সম্মেলনে ১৭২টি দেশ অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১৬ জন রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেন।
এ সম্মেলনের প্রধান এজেন্ডাগুলো হলো :
১. ধরিত্রী সম্মেলন প্রচলিত উন্নয়নের ধারণার বিপরীতে টেকসই উন্নয়নের ধারণাকে প্রতিষ্ঠিত করে।
২. ২১টি দফা (Agenda- 21) ঘোষণা করা হয় ।
৩. বন নীতিমালা সংক্রান্ত বিবৃতি গৃহীত হয় ।
৪. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দুটো কনভেনশন চালু ।
৫. দারিদ্র্য ও অসমতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ।