সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালির ধরনের পরিবর্তন উক্তিটি ব্যাখ্যা কর

সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালির ধরনের পরিবর্তন উক্তিটি ব্যাখ্যা কর
সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালির ধরনের পরিবর্তন উক্তিটি ব্যাখ্যা কর

সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালির ধরনের পরিবর্তন উক্তিটি ব্যাখ্যা কর

  • অথবা, “সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালির ধরনের পরিবর্তন।”— উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর : ভূমিকা : সমাজ পরিবর্তনশীল। প্রতিনিয়তই সমাজে নানাভাবে পরিবর্তন ঘটছে। কখনও বিবর্তনের পথ ধরে এবং কখনও বৈপ্লবিক উপায়ে সমাজের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সবই পরিবর্তনের অধীন। 

তাই সামাজিক পরিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ে মূল্যবোধ, নিয়মকানুন, প্রতিষ্ঠানসমূহ, সামাজিক সম্পর্কাদি এবং স্তরবিন্যাস ব্যবস্থাসমূহ পরিবর্তিত হয়। কাজেই সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক উপাদানসমূহের পরিবর্তন।

• “সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালির ধরনের পরিবর্তন।” উক্তিটির ব্যাখ্যা : সামাজিক পরিবর্তন মূলত সামাজিক কাঠামো অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তনকে বুঝায়। তাই বলা হয় যে, সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালির ধরনের পরিবর্তন। 

নিম্নে উক্তিটির পক্ষে যুক্তি উপস্থাপন করা হলো :

১. সামাজিক কাঠামোর পরিবর্তন : সামাজিক পরিবর্তন সমাজ কাঠামোর পরিবর্তন সাধন করে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি, অথচ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। ফলে সামাজিক কাঠামোর বিভিন্ন উপাদান পরিবর্তিত হচ্ছে।

২. অবকাঠামোগত উন্নয়ন : সামাজিক পরিবর্তনের ফলে সমাজে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। বর্তমান সমাজে রাস্তাঘাট, বিদ্যুৎ, টেলিফোন, পরিবহণসহ সকল স্থাপনাসমূহ উন্নত। ফলে রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়ন ও উন্নত সামাজিক সেবা নিশ্চিত করতে পারে। 

৩. উৎপাদন ব্যবস্থার পরিবর্তন : সামাজিক পরিবর্তনের ফলে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। একসময় গ্রামীণ সমাজে কৃষি উৎপাদন ব্যবস্থায় মান্ধাতার আমলের প্রযুক্তি ব্যবহার করা হতো।

 যেমন- লাঙল, জোয়াল ইত্যাদি। কিন্তু সামাজিক পরিবর্তনের ফলে বর্তমানে কৃষি উৎপাদন ব্যবস্থায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অধিক উৎপাদন করা হচ্ছে।

৪. শিক্ষা সচেতনতা বৃদ্ধি : সামাজিক পরিবর্তনের ফলে শিক্ষা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আধুনিক সমাজে শিক্ষার হার অন্য যেকোনো ধরনের সমাজের চেয়ে অধিক। 

সাধারণত দেখা যায়, আধুনিক সমাজে প্রায় সবাই শিক্ষিত। শুধু তাই নয়, এসব সমাজের শিক্ষা উন্নতমানের ও উৎপাদনমুখী। ফলে আধুনিক সমাজের জনসংখ্যা জনসম্পদে পরিণত হয়েছে।

৫. পারিবারিক কাঠামোর পরিবর্তন : সামাজিক পরিবর্তনের ফলে সমাজে পারিবারিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়েছে। বর্তমান সমাজে যৌথ পরিবার প্রথা প্রায় অনুপস্থিত। 

এসব সমাজে একক ও অনু পরিবারের সংখ্যাই সর্বাধিক। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী অর্থনীতি ও পরিবর্তিত মূল্যবোধ পারিবারিক কাঠামো পরিবর্তনে 'ভূমিকা পালন করছে।

৬. জনসচেতনতা বৃদ্ধি : সামাজিক পরিবর্তনের ফলে জনগণ অধিক সচেতন হচ্ছে। তারা রাজনীতি, সরকারি নীতিমালা, সামাজিক সমস্যাবলি ইত্যাদি বিষয়ে সচেতন হয়ে উঠেছে। উন্নত শিক্ষাদীক্ষা, গণমাধ্যম ব্যবহার, সামাজিক গতিশীলতা ইত্যাদির কারণে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

৭. অর্থনৈতিক উন্নয়ন : সামাজিক সচেতনতার ফলে সমাজে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। ফলে জনগণের মাথাপিছু আয়া বৃদ্ধি পাচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। 

বর্তমান সমাজে কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বর্তমান সমাজে কৃষির মতো গতানুগতিক সেক্টরের চেয়ে শিল্প অনেক বেশি অগ্রগামী। জাতীয় অর্থনীতিতে শিল্পের অবদান বৃদ্ধি পাচ্ছে, যা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে। 

৮. রাজনৈতিক উন্নয়ন : সামাজিক পরিবর্তনের ফলে রাজনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমান সমাজে রাজনীতি, সামাজিক কর্মকাণ্ডসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। 

জনগণ তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। বর্তমানে রাজনীতিতে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। ফলে শাসনব্যবস্থায় জনগণের প্রভাব বৃদ্ধি পাচ্ছে।

৯. সাংস্কৃতিক পরিবর্তন : সামাজিক পরিবর্তনের ফলে সমাজের মানুষের রুচিবোধ এবং আচরণের পরিবর্তন সাধিত হয়েছে। সমাজে গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে। 

বর্তমান সমাজে মানুষ সংবাদপত্র, রেডিও, টেলিভিশনসহ, ইমেইল ও ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। এছাড়াও বর্তমানে চিত্তবিনোদনের মাধ্যমগুলোর পরিবর্তন সাধন হয়েছে। ফলে সামাজিক পরিবর্তন মূলত সাংস্কৃতিক পরিবর্তন সাধন করেছে।

১০. সমাজের গতিশীলতা বৃদ্ধি : সামাজিক পরিবর্তনের ফলে সমাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সমাজ গতিশীল, স্থবির নয় । উন্নত যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থার ফলে এরূপ গতিশীলতার সৃষ্টি হয়েছে। 

বর্তমান সমাজে পরিবার, গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় ইত্যাদির ভূমিকা খুবই কম। বর্তমান সমাজে ব্যক্তিস্বাতন্ত্র্য্য বৃদ্ধি পাচ্ছে।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক পরিবর্তন মূলত মানুষের জীবন প্রণালির পরিবর্তন সাধন করেছে। 

সামাজিক পরিবর্তনের ফলে সমাজে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অবকাঠামোগত এবং জীবনযাত্রার মানের পরিবর্তন সাধিত হয়েছে। 

বর্তমান সমাজে মানুষ তাদের রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। তাদের রুচিবোধ এবং আচরণগত পরিবর্তন সাধিত হচ্ছে। সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নের ফলে তাদের জীবনযাত্রার ধরন পরিবর্তিত হচ্ছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ