সামাজিক বনায়নের বৈশিষ্ট্যগুলো কী কী। সামাজিক বনায়নের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর
সামাজিক বনায়নের বৈশিষ্ট্যগুলো কী কী। সামাজিক বনায়নের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর |
সামাজিক বনায়নের বৈশিষ্ট্যগুলো কী কী। সামাজিক বনায়নের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর
- অথবা, সংক্ষেপে সামাজিক বনায়নের বৈশিষ্ট্যগুলো লিখ ।
উত্তর : ভূমিকা : মানুষ সামাজিক জীব। সমাজ ও মানুষ একা বসবাস করতে পারে না। পরিবেশের সহযোগিতায় মানুষ সমাজে বসবাস করে। আর সমাজজীবনে বনায়নের গুরুত্ব অপরিসীম।
কারণ বনায়নের সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব অপরিসীম। তাছাড়া সুজলা সুফলা আমাদের এই দেশের বনায়নের গুরুত্ব অনেক বেশি।
আমাদের এদেশে প্রয়োজনের তুলনায় বনভূমির পরিমাণ অনেক কম থাকলেও আমরা সুন্দর বনকে নিয়ে গর্ববোধ করি। কারণ বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে।
→ সামাজিক বনায়নের বৈশিষ্ট্য : সামাজিক বনায়ন বর্তমানে একটি কৃত্রিম বনায়ন। এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে।
নিম্নে সামাজিক বনায়নের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো :
১. সামাজিক বনায়ন একটি কৃত্রিম বন।
২. এটি বাংলাদেশের যেকোনো এলাকায় গড়ে তোলা যায় । এর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নির্বাচন করার প্রয়োজন পড়ে না। কারণ এটি অনেক সময় রাস্তার পাশে বা পতিত জমিতে সৃষ্টি করা যায়
৩. এটি সাধারণত গ্রাম্য এলাকায় বেশি পরিমাণে তৈরি করা হয়।
৪. সামাজিক বনায়ন তৈরির ক্ষেত্রে গ্রামের মানুষ বিশেষত | যারা কৃষক ও শ্রমিক তাদের উপার্জনের ক্ষেত্র হয়। কারণ এখানে অনেক জনবল নিয়োগ করা হয় ।
৫. একটি গাছ একটি পরিবার। একটি সমাজ তথা গোটা দেশের একটা সম্পদ।
৬. গাছ লাগানোকে অনেক গবেষক স্বাধীনতার সাথে তুলনা করেছেন।
৭. গাছপালা পরিবেশ থেকে বিষাক্ত CO2 গ্রহণ আর O, ত্যাগ করে।
৮. একটি গাছ একটি ইন্স্যুরেন্সের মত কাজ করে ।
৯. গাছপালা লাগানোর মাধ্যমে এটি গ্রামের সকলের অংশগ্রহণমূলক কাজ নিশ্চিত করে।
১০. এর মাধ্যমে দরিদ্র মানুষের অভাব অনটন দূর হয়। উদাহরণ হিসেবে বলা যায়, একটি গাছ লাগালে তা থেকে ১৫ বছর পর ইন্স্যুরেন্সের মত টাকা পাওয়া যায় ।
১১. বনায়ন সৃষ্টির মাধ্যমে মানুষ জ্বালানি চাহিদা মেটানো ছাড়াও জীবিকার প্রয়োজনও মেটায় । কারণ অনেকেই জ্বালানি কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে । এতে সমাজে কর্মসংস্থানের সৃষ্টি হয় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম। কারণ আদিম যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম।
সামাজিক বনায়নের মাধ্যমে আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন ঘটে। আমাদের দেশে গ্রামাঞ্চলে সাধারণত এ ধরনের বনায়ন সৃষ্টির মাধ্যমে পরিবেশ নির্মল থাকে। এতে মানুষের কর্মউদ্দীপনা বেড়ে যায় এবং বেকার সমস্যাও কমে যায়।