প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ কি কি। প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহের নাম লিখ
প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ কি কি। প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহের নাম লিখ |
প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ কি কি। প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহের নাম লিখ
- অথবা, প্রাকৃতিক পরিবেশের চক্রগুলো সম্পর্কে ধারণা দাও ।
উত্তর : ভূমিকা : প্রাকৃতিক পরিবেশ হলো এমন একটি মহাজাগতিক অবস্থা যা মানুষ সৃষ্টি করতে পারে না। এটি প্রাকৃতিকভাবে নিজে নিজেই সৃষ্টি হয়।
প্রাকৃতিক পরিবেশের এ চক্রের মধ্যে রয়েছে অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র এবং ফসফরাস চক্র।
→ প্রাকৃতিক পরিবেশের চক্রসমূহ : প্রতিটি জীবদেহ কিছু না কিছু রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। জীবদেহে এসব উপাদান অবিরতভাবে পরিবেশ হতে সংগ্রহ করে সর্বদাই নিজ প্রয়োজনে যথোপযুক্তভাবে ব্যবহার করে থাকে।
বাস্তুতন্ত্রের মাধ্যমে এ সব পরিপোষক উপাদানগুলোর অণু ও পরমাণুগুলো চক্রাকারে সর্বদা ঘুরছে। এ উপাদানগুলো ভৌত পরিবেশ থেকে জীব পরিবেশে জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে চক্রাকারে পরিভ্রমণ করে। এ চক্রাকারে আবর্তনই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের চক্র।
উপসংহার : পরিশেষে বলা যায়, পরিবেশের বিভিন্ন চক্রের মধ্যে লক্ষণীয় চক্রগুলো হলো অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র ও ফসফরাস চক্র। এসব চক্রসমূহ পরিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটির বিপর্যয় অন্যটিকে বাধাগ্রস্ত করে থাকে।