প্রাকৃতিক পরিবেশ কি । প্রাকৃতিক পরিবেশ কাকে বলে
প্রাকৃতিক পরিবেশ কি । প্রাকৃতিক পরিবেশ কাকে বলে |
প্রাকৃতিক পরিবেশ কি । প্রাকৃতিক পরিবেশ কাকে বলে
উত্তর : প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে সৃষ্ট পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়। পারস্পরিক ক্রিয়া সংঘটনকারী কতগুলো উপাদানের মোট যোগফলই পরিবেশ সৃষ্টি করে। যেমন- অরণ্য, নদী এবং সমুদ্রের পরিবেশ।
প্রাকৃতিক পরিবেশ দুইটি উপাদান নিয়ে গঠিত। যথা-
১. সমগ্র জীব গোষ্ঠী ও
২. জীব গোষ্ঠীর পারিপার্শ্বস্থ জড় পরিবেশ সমগ্র জীবগোষ্ঠীকে পরিবেশের সজীব উপাদান এবং অবশিষ্ট সকল প্রকার জড় উপাদানকে অজীব উপাদান বলা হয়।
১. জড় উপাদান :
(ক) জলবায়ু সংক্রান্ত উপাদান : তাপমাত্রা, বায়ুপ্রবাহ, জলস্রোত, বৃষ্টিপাত ইত্যাদি ।
(খ) যৌথ উপাদান : অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, অম্লত্ব, ক্ষারত্ব, জল, মাটি এবং মৌল উপাদান আয়রণ, ক্যালসিয়াম, পটাসিয়াম, সালফার ইত্যাদি।
২. সজীব উপাদান : সকল প্রকার জীব সজীব উপাদানের অন্তর্ভুক্ত।
(ক) মাইক্রোস,
(খ) উদ্ভিদ,
(গ) মনুষত্যের প্রাণী,
(ঘ) মানুষ ।