পরিবেশের উপাদান কি । পরিবেশের উপাদান বলতে কি বুঝায়
পরিবেশের উপাদান কি । পরিবেশের উপাদান বলতে কি বুঝায় |
পরিবেশের উপাদান কি । পরিবেশের উপাদান বলতে কি বুঝায়
- অথবা, পরিবেশের উপাদান কাকে বলে?
উত্তর : আমাদের চারপাশে যে সকল ভৌতিক ও জৈবিক বস্ত্র রয়েছে সেগুলোই পরিবেশের উপাদান। সকল উপাদানের কোনোটি প্রত্যক্ষ করা যায় আবার কোনোটি প্রত্যক্ষ করা যায় না।
সব ধরনের উপাদানকে প্রধানত দুইভাগে ভাগ করা যায় । যথা—
১. অজীবজ উপাদান ও
২. জীবজ উপাদান।
১. অজীবজ উপাদান : যে সকল উপাদানের মধ্যে প্রাণের স্পন্দন নেই তাকে অজীবজ উপাদান বলে। এ উপাদানের আবার কয়েকটি বিভাগ রয়েছে। যেমন-
(i) অজৈব পদার্থ : কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, মাটি, পানি, লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি পরিবেশে অজৈব উপাদান ।
(ii) জৈব পদার্থ : প্রোটিন, শর্করা, তৈল, চর্বিজাতীয় বস্তু ইত্যাদি জৈব রাসায়নিক গঠনরূপে জৈব ও অজৈব উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে।
(iii) আবহাওয়াগত উপাদান : তাপ, চাপ, আলো বাতাস, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি এ ধরনের উপাদান ।
২. জীবজ উপাদান : যে সকল উপাদানের মধ্যে প্রাণের স্পন্দন আছে তাকে জীবজ উপাদান বলে। এ সকল উপাদানকে আবার দুইভাগে ভাগ করা যায়। যেমন-
(i) উৎপাদক : যে সকল জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে সেগুলো উৎপাদক শ্রেণির অন্তর্ভুক্ত। যেমন-সবুজ উদ্ভিদ, ফাইটোপ্লাংকটন, জুয়োপ্ল্যাংটন ইত্যাদি ।
(ii) খাদক : যে সকল জীব নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না এবং অন্য উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল তাদের পরভোজী বা খাদক বলে। এদেরকে ম্যাক্রোকনজিউমার ও মাইক্রোকনজিউমার ভাগে ভাগ করা হয় ।