সমবায় আন্দোলন কি | সমবায় আন্দোলন কাকে বলে
সমবায় আন্দোলন কি । সমবায় আন্দোলন কাকে বলে |
সমবায় আন্দোলন কি । সমবায় আন্দোলন কাকে বলে
- অথবা, সমবায় আন্দোলন বলতে কী বুঝ?
উত্তর : ভূমিকা : সাধারণত কোনো কৃষকের একার পক্ষে কৃষির উন্নয়ন ঘটানো সম্ভব নয় । এজন্য প্রয়োজন সমবায়ভিত্তিক প্রচেষ্টা। তাই কৃষি আন্দোলনের সাথে সমবায় আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত।
'দশের লাঠি একের বোঝা মূলত এ মন্ত্রে দীক্ষিত হয়ে সমবায়ভিত্তিক আন্দোলন গড়ে উঠেছে। তাই অর্থনৈতিক উন্নয়নের ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ।
সমবায় আন্দোলন : সাধারণত একত্রিত বা সমবায়ভিত্তিক আন্দোলনই সমবায় আন্দোলন। অন্যভাবে বলা যায়, কতিপয় লোকের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ যৌথ প্রচেষ্টাই হলো সমবায় আন্দোলন।
প্রামাণ্য সংজ্ঞা :
কালভার্ট (Calvart) এর মতে, "Cooperative is a collective effort movement in where persons voluntarily associate together as human beings in the basis of equality for the promotion of economic interest themselves."
প্লাঙ্কেট (Plancate) এর মতে, “একটি সংঘ বা প্রতিষ্ঠানের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের নামই সমবায় আন্দোলন।"
উপসংহার : পরিশেষে বলা যায় যে, যখন কিছু লোক একত্রিত হয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে তখন তাকে সমবায় আন্দোলন বলে।
সমবায় আন্দোলনের মাধ্যমে মূলত স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করা হয়। তাই যেকোনো সফলতা অর্জনে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম।