সবুজ বিপ্লব কি | সবুজ বিপ্লব কাকে বলে | সবুজ বিপ্লব বলতে কী বোঝো
সবুজ বিপ্লব কি । সবুজ বিপ্লব কাকে বলে। সবুজ বিপ্লব বলতে কী বোঝো |
সবুজ বিপ্লব কি । সবুজ বিপ্লব কাকে বলে। সবুজ বিপ্লব বলতে কি বুঝ
উত্তর : ভূমিকা : পৃথিবীর বিভিন্ন দেশে বিশ শতকের শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে অতিদ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে বলা হয় সবুজ বিপ্লব।
দ্রুত পরিবর্তনের কারণেই মূলত বিপ্লব শব্দটি ব্যবহৃত হয়েছে। সাধারণ এ পরিবর্তন সম্ভব হয়েছে বহু বছর থেকে চলে আসা চাষাবাদের পরিবর্তে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে। এ পরিবর্তন হয়েছে বিশ্বের অসংখ্য মানুষের ক্ষুধা মিটানোর জন্য। এ পরিবর্তন সাধিত হয়েছে নীরবে নিভৃতে।
● সবুজ বিপ্লব : সাধারণভাবে আধুনিক যুগে কৃষি ব্যবস্থায় উচ্চফলনশীল বীজবপনে যে সাফল্য অর্জিত হচ্ছে তাই রাষ্ট্রীয় অর্থনীতির ভাষায় সবুজ বিপ্লব।
এককথায় কৃষিক্ষেত্রে উন্নত বীজ ও প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদনে যে ব্যাপক সফলতা পরিলক্ষিত হচ্ছে তাকে সবুজ বিপ্লব বলা হয় ।
প্রামাণ্য সংজ্ঞা :
ইউজেন এবং হ্যাভেন (Euzen and Haven) বলেন, “প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে ক্ষুধার্ত মানুষের মুক্তির জন্য গৃহীত প্রচেষ্টাই হলো সবুজ বিপ্লব।”
উইলিয়াম গার্ড (William Guard) বলেন, “উন্নত বীজ বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে দিয়ে অধিক ধান আবিষ্কারই সবুজ বিপ্লব।”
প্রফেসর মাহমুদ খান (Prof. Mahmud Khan) এর মতে, “বাংলাদেশে অধিক ফলনশীল উন্নত জাতের বীজ ও সার ব্যবহার দ্বারা একর প্রতি উৎপাদন অনেক বেশি পরিমাণে হওয়াই সবুজ বিপ্লব।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের অর্থনীতির সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি খাত হলো কৃষি খাত। সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
তাই সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষির উন্নতি হলে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি উজ্জীবিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা বৃদ্ধি পাবে। এতে করে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে।