বিকেন্দ্রীকরণের অসুবিধা বর্ণনা কর। বিকেন্দ্রীকরণের অসুবিধা উল্লেখ কর
বিকেন্দ্রীকরণের অসুবিধা বর্ণনা কর। বিকেন্দ্রীকরণের অসুবিধা উল্লেখ কর |
বিকেন্দ্রীকরণের অসুবিধা বর্ণনা কর। বিকেন্দ্রীকরণের অসুবিধা উল্লেখ কর
উত্তর : ভূমিকা : প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কোনো অবিমিশ্রিত আশীর্বাদ নয়। তবে রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্ব ও কর্তৃত্বকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য অন্যতম প্রধান মাধ্যম হলো বিকেন্দ্রীকরণ।
প্রত্যেক বিষয়ের যেমন সুবিধা ও অসুবিধা বিদ্যমান তেমনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অসংখ্য সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে।
বিকেন্দ্রীকরণের অসুবিধা : নিম্নে বিকেন্দ্রীকরণের অসুবিধা উল্লেখ করা হলো :
১. দক্ষ নেতৃত্বের অভাব : বিকেন্দ্রীকরণের ফলে স্থানীয় প্রশাসনগুলোতে যে দক্ষ নেতৃত্বের প্রয়োজন হয়, তার অভাবে এ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।
২. উন্নয়ন কার্যক্রম ব্যাহত : অনেক সময় স্থানীয় পর্যায়ে দক্ষ ও যোগ্য কর্মচারী পাওয়া যায় না, ফলে উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত ঘটে।
৩. ক্ষমতার অপব্যবহার : উন্নয়নশীল দেশসমূহে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির কারণে ক্ষমতার অপব্যবহার করা হয় ।
৪. অতিমাত্রায় গণতন্ত্রমনা : অতিমাত্রায় গণতন্ত্র সুষ্ঠু প্রশাসন ব্যবস্থায় বাধার সৃষ্টি করে। ফলে প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
৫. জরুরি সিদ্ধান্ত গ্রহণে বাধা : কেন্দ্রীয় পর্যায়ে স্বল্পসংখ্যক লোক থাকায় সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। তবে বিকেন্দ্রীকরণ Chain of comand না থাকায় সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয় ।
এছাড়া ব্যয়বহুল প্রশাসনিক ব্যবস্থা, ক্ষমতার মোহ, ঐক্যের অভাব প্রভৃতি বিকেন্দ্রীকরণ প্রশাসনের প্রধান অসুবিধা ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা কোনোটিই কম নয়। তবে নানাবিধ অসুবিধা থাকলেও বর্তমানে এটি একটি জনপ্রিয় শাসনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সমস্যাগুলো দূর করতে পারলে এটিও একটি উত্তম প্রশাসনিক মাধ্যমে পরিণত হতে পারে।