বাস্তুতন্ত্রের উপাদান গুলি আলোচনা করো । বাস্তুতন্ত্রের গঠন আলোচনা কর
বাস্তুতন্ত্রের উপাদান গুলি আলোচনা করো । বাস্তুতন্ত্রের গঠন আলোচনা কর |
বাস্তুতন্ত্রের উপাদান গুলি আলোচনা করো । বাস্তুতন্ত্রের গঠন আলোচনা কর
- অথবা, বাস্তুতন্ত্রের উপাদানসমূহ উল্লেখ কর।
উত্তর : ইকোসিস্টেমের গঠন : ইকোসিস্টেমের গঠন দুইটি উপাদান দ্বারা গঠিত। যথা-
(i) জড় উপাদান ও
(ii) জীবজ উপাদান ।
(i) জড় উপাদান : পরিবেশে বিদ্যমান বিভিন্ন জড়বস্তু অজীবজ উপাদানের অর্ন্তভুক্ত। H2O, CO2, O2. বায়ু, খনিজ পুষ্টি ইত্যাদি ইকোসিস্টেমের জড় উপাদান।
(ii) জীবজ উপাদান : পরিবেশে বসবাস বিভিন্ন জীব ইকোসিস্টেমের জীবজ উপাদান। একে তিন ভাগে ভাগ করা যায় । যথা-
(ক) উৎপাদন,
(খ) খাদক ও
(গ) বিয়োজক।
(ক) উৎপাদক : ইকোসিস্টেমে যে সকল জীব খাদ্য বা শক্তি উৎপাদন করে তাদেরকে উৎপাদক বলে। কেবলমাত্র সুবজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে সক্ষম। তাই ইকোসিস্টেমে বিদ্যমান সবুজ উদ্ভিদকে প্রাথমিক উৎপাদক বলে ।
(খ) খাদক : ইকোসিস্টেম যে সকল সজীব উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদক কর্তৃক উৎপাদিত খাদ্য খেয়ে বেঁচে থাকে তাদেরকে খাদক বলে।
খাদকসমূহ ভৌত পরিবেশ থেকে শক্তি গ্রহণ করতে পারে না। এরা আবার তিন প্রকার হয়। যথাঃ
(i) প্রাথমিক খাদক,
(ii) সেকেণ্ডারি খাদক ও
(iii) টারশিয়ারি খাদক ।
(গ) বিয়োজক : ইকোসিস্টেমে যে সকল জীবজ উপাদান মৃত জীব দেহকে বিগলিত করে বা পঁচিয়ে পরিবেশে পুষ্টি উপাদানসমূহ ফিরিয়ে দেয় তাদেরকে বিয়োজক বলে।
ছত্রাক, ব্যাকটেরিয়াসমূহ ইকোসিস্টেম বিয়োজক হিসেবে কাজ করে। এর সাধারণত মৃতজীবী হিসাবে কাজ করে।
এদের ক্রিয়া, বিক্রিয়ায় বিভিন্ন জৈব অজৈব পদার্থের রূপান্তর ঘটে। তাই এদেরকে Transformer বলা হয়।