বাস্তুতন্ত্রের প্রকারভেদ সংক্ষেপে উল্লেখ কর
বাস্তুতন্ত্রের প্রকারভেদ সংক্ষেপে উল্লেখ কর |
বাস্তুতন্ত্রের প্রকারভেদ সংক্ষেপে উল্লেখ কর
উত্তর : যে গতিময় পদ্ধতিতে জীব ও জড় পরিবেশের মধ্যে নিয়মিতভাবে পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া ঘটে এবং এর ফলে এদের গঠন ও কাজের পরিবর্তন সাধিত হয় সেই গতিময় পদ্ধতিকে বাস্তুতন্ত্র বলা হয় ।
নিচে বাস্তুতন্ত্রের প্রকারভেদ উল্লেখ করা হলো :
বাস্তুতন্ত্রের প্রকারভেদ : প্রাকৃতিক নিবাসের উপর ভিত্তি করে বাস্তুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
(ক) মানবসৃষ্ট বাস্তুতন্ত্র ও
(খ) প্রাকৃতিক বাস্তুতন্ত্র ।
(ক) মানবসৃষ্ট বাস্তুতন্ত্র : মানুষের হস্তক্ষেপের মাধ্যমে যে বাস্তুতন্ত্র গড়ে উঠে তাকে মানুষ সৃষ্ট বাস্তুতন্ত্র বলে ।
(খ) প্রাকৃতিক বাস্তুতন্ত্র : মানুষের হস্তক্ষেপ ছাড়া প্রাকৃতিক পরিবেশে যে সকল বাস্তুতন্ত্র বেড়ে উঠে এবং পরিচালিত হয় তাকে প্রাকৃতিক বাস্তুতন্ত্র বলে।
এটি আবার দুই প্রকার । যথা-
১. স্থলজ বাস্তুতন্ত্র : স্থলজ পরিবেশে গঠিত বিভিন্ন বাস্তুতন্ত্রকে স্থলজ বাস্তুতন্ত্র বলে। যেমন- অরণ্যের বাস্তুতন্ত্র, তৃণভূমির বস্তুতন্ত্র ।
২. জলজ বাস্তুতন্ত্র : জলজ পরিবেশে গঠিত বিভিন্ন বাস্তুতন্ত্রকে জলজ বাস্তুতন্ত্র বলে।
এটি আবার দুই প্রকার। যথা-
(ক) স্বাদুপানির বস্তুতন্ত্র ও
(খ) সামুদ্রিক বাস্তুতন্ত্র ।